০৩ অক্টোবর ২০২৫ | ১৭ আশ্বিন ১৪৩২
বাংলাদেশ
রুচির মানদণ্ডে অ্যাডলফ খান: স্বীকৃতি না কি বিতর্কের প্রতিচ্ছবি

image




সম্প্রতি ‘৭১ মিডিয়া আইকনিক অ্যাওয়ার্ড ২০২৫’-এ “Most Stylish Fashion Director” শিরোপায় ভূষিত হয়েছেন তরুণ ফ্যাশন কোরিওগ্রাফার অ্যাডলফ খান।

এই স্বীকৃতি পাওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ঘিরে শুরু হয়েছে তীব্র আলোচনা, প্রশংসা এবং সমালোচনার এক দ্বিমুখী স্রোত।


বিষয়টি এখন শুধু একজন ব্যক্তির অর্জনে সীমাবদ্ধ না থেকে, হয়ে উঠেছে বাংলাদেশি সমাজের রুচিবোধ, সাংস্কৃতিক মনন এবং মতবিভাজনের প্রতিফলন।

এক শ্রেণির দর্শক ও অনুসারীরা অ্যাডলফ খানকে দেখছেন সাহসী, আত্মবিশ্বাসী ও আধুনিক প্রজন্মের প্রতিনিধি হিসেবে।


তাদের ভাষ্য অনুযায়ী, ব্যক্তি স্বাধীনতা, নিজস্ব স্টাইল ও সৃজনশীলতা প্রকাশের ক্ষেত্রে অ্যাডলফ খান নতুন একটি ধারা তৈরি করেছেন।

তিনি প্রচলিত রীতি থেকে ভিন্ন পথে হেঁটে যে আত্মপ্রকাশ ঘটিয়েছেন, তা তরুণদের অনুপ্রাণিত করছে নতুনভাবে ভাবতে।



মো. তানভীর হাসান,

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading