বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার দড়িচর খাজুরিয়া ইউনিয়নে জমির মালিকানা নিয়ে বিরোধের জেরে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক ভাই ও তার মা মারাত্মকভাবে আহত হয়ে বর্তমানে বরিশালের শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন দেওয়ানের দুই ছেলের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। বুধবার দুপুরে এ নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতি এবং পরে সংঘর্ষে রূপ নেয়। এতে জাকির হোসেনের ছোট ছেলে মাজহারুল ইসলাম টুকু (২৯) এবং স্ত্রী মনোয়ারা বেগম (৫০) গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ঘটনার বিষয়ে জানতে চাইলে মেহেন্দিগঞ্জ থানা পুলিশ জানায়, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং আইনগত প্রক্রিয়া প্রাথমিকভাবে শুরু হয়েছে।
রিলাক্স মিডিয়া/সিয়াম বিশ্বাস
Comments: