০১ নভেম্বর ২০২৫ | ১৭ কার্তিক ১৪৩২
বাংলাদেশ
নবীগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

image

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: নবীগঞ্জ উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির জুলাই মাসের সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ জুলাই) বিকালে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন সভায় সভাপতিত্ব করেন। সভায় বক্তব্য রাখেন, নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো: কামরুজ্জামান, নবীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদ চৌধুরী, বাউসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছাদিকুর রহমান শিশু, দীঘলবাক ইউনিয়নের চেয়ারম্যান ছালিক মিয়া, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আসাদ উল্লাহ, কৃষি কর্মকর্তা মো. ফজলুল হক মনি, উপজেলা শিক্ষা কর্মকর্তা রিপন চন্দ্র সরকার, মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসী, যুব উন্নয়ন কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার শাহানাজ ইসলাম ও রেজাউল আলম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. রাকিবুল ইসলাম, গ্রাম আদালতের সমন্বয়কারী রিংকু চক্রবর্তী, ইনাতগঞ্জ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রাজু আহমেদ পাঠান, ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার হাবিবুর রহমান, দেবপাড়া ইউনিয়নের প্যানেল সদস্য ফাতেমা আক্তার এবং আউশকান্দি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আছমা বেগম।

সভায় চুরি, ডাকাতি ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশি টহল জোরদার করার পাশাপাশি আত্মহত্যা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়। মাদক নির্মূলে চলমান প্রশাসনিক অভিযান অব্যাহত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও, নবীগঞ্জ শহরে যানজট নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।







বুলবুল আহমদ

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading