বিশ্ব জলবায়ু সংকট, স্বৈরাচারী রাষ্ট্রব্যবস্থা এবং সামাজিক অবিচারের বিরুদ্ধে সিলেটের রাতারগুল জলাবনে এক অবস্থান সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুর দেড়টার দিকে "ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)" সিলেট শাখার আয়োজনে এই কর্মসূচি হয়। বৈশ্বিক ন্যায়বিচার, গণতন্ত্র এবং একটি নিরাপদ ও স্বাস্থ্যকর ভবিষ্যতের জন্য রাষ্ট্রনেতাদের ঐক্যবদ্ধ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয় সমাবেশে।
সমাবেশে সভাপতিত্ব করেন ধরার সদস্য সচিব আব্দুল করিম কিম। তিনি বলেন, “বিশ্বজুড়ে ক্ষমতাধর সরকারগুলো স্বৈরতন্ত্রের দিকে ঝুঁকছে এবং জলবায়ু প্রতিশ্রুতিগুলো বিলম্বিত হচ্ছে। এ পরিস্থিতিতে গণমানুষের শক্তিকে কাজে লাগিয়ে সচেতন প্রতিবাদ ও গণতন্ত্র প্রতিষ্ঠা করা জরুরি।” প্রধান অতিথি ড. মোহাম্মদ জহিরুল হক, মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য ও ধরার আজীবন সদস্য, বলেন— “২০২৫ সালকে মোড় ঘোরানোর বছর হিসেবে দেখতে হবে। গণমানুষের ঐক্য ও শক্তি দিয়েই আমরা একটি নিরাপদ ও স্বাস্থ্যকর ভবিষ্যতের জন্য লড়াই করব।”
হাওর রক্ষায় আমরা-এর সংগঠক সজল কান্তি সরকার বলেন,
“জনগণের কাছে দেয়া প্রতিশ্রুতি সরকারের নৈতিক ও গণতান্ত্রিক দায়িত্ব। প্রতিশ্রুতি বাস্তবায়ন না হলে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়।”
সমাবেশের সঞ্চালনা করেন ধরার সংগঠক রেজাউল কিবরিয়া।
এতে আরও বক্তব্য রাখেন:
আলমগীর আলম সাহান
সোহাগ তাজুল আমিন
আব্দুর রহমান হীরা
রুহুল কুদ্দুস মাসুম
রাতারগুল গ্রামের পরিবেশকর্মী সোনা মিয়া
রাতারগুল সমাজ কল্যাণ পরিষদের সভাপতি আল আমিন
কোষাধক্ষ্য দুলু মিয়া
শাকিল আহমেদ
রাতারগুল জলাবনের এই অবস্থান সমাবেশে বক্তারা জলবায়ু সংকট মোকাবিলা, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার গুরুত্ব তুলে ধরেন। তাদের মতে, জনগণের ঐক্যবদ্ধ শক্তিই পারে বিশ্বকে একটি নিরাপদ ও টেকসই ভবিষ্যতের দিকে এগিয়ে নিতে।
অনলাইন ডেস্ক
Comments: