০৩ অক্টোবর ২০২৫ | ১৭ আশ্বিন ১৪৩২
বাংলাদেশ
২১ বোতল ফেন্সিডিল ও নগদ টাকাসহ জুলাইযোদ্ধা গ্রেপ্তার

image

ঠাকুরগাঁওয়ে সেনাবাহিনীর অভিযানে ২১ বোতল ফেন্সিডিলসহ তালিকাভুক্ত জুলাইযোদ্ধা সেলিম রেজা (পিতা: খোরশেদ আলী) আটক হয়েছেন। এ সময় তার কাছ থেকে নগদ ৪২ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

সোমবার রাত সাড়ে ১১টার দিকে সেনাসদস্যরা তাকে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। এর আগে, গোপন সংবাদের ভিত্তিতে রাতেই সদর উপজেলার জামালপুর ইউনিয়নের মহেষপুর শিবগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সারোয়ারে আলম খান জানান, যৌথবাহিনী অভিযান চালিয়ে মাদকসহ সেলিম রেজাকে আটক করে। স্থানীয়দের বরাতে জানা গেছে, জুলাইযোদ্ধার প্রভাব খাটিয়ে সেলিম দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের ব্যবসা চালিয়ে আসছিলেন।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয়দের সহায়তায় তারা এ অভিযানে সফল হয়েছেন। জেলায় মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।











রিলাক্স মিডিয়া/ঠাকুরগাঁও 

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading