বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার উত্তর উলানিয়া ইউনিয়নের সলদী গ্রামে ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। এতে পুরো এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে সৃষ্টি হয়েছে চরম ভোগান্তি ও ক্ষোভ। স্থানীয় সূত্রে জানা যায়, মরহুম আব্দুল গনি হুজুরের বাড়ির সামনে স্থাপিত ট্রান্সফরমারটি রাতে দুর্বৃত্তরা কেটে চুরি করে নিয়ে যায়। পরদিন সকালে এলাকাবাসী ঘুম থেকে উঠে বিষয়টি জানতে পারেন এবং হতবাক হয়ে পড়েন।
ঘটনার পর থেকেই পুরো গ্রাম বিদ্যুৎবিচ্ছিন্ন। এতে করে স্থানীয় বাসিন্দারা পড়েছেন নানা রকম দুর্ভোগে। গরমে কষ্টের পাশাপাশি পানির সংকট, শিক্ষার্থীদের পড়াশোনায় বিঘ্ন, এবং ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা দেখা দিয়েছে।
এদিকে কবে নাগাদ ট্রান্সফরমার পুনঃস্থাপন করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে—তা নিয়ে গ্রাহকদের মধ্যে দেখা দিয়েছে তীব্র অনিশ্চয়তা। এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, “এলাকায় চুরির ঘটনা দিন দিন বেড়েই চলছে। এটি খুবই উদ্বেগজনক। প্রশাসন ও বিদ্যুৎ বিভাগকে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে।”
তারা আরও বলেন, “চোরচক্রকে দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে এবং এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।” স্থানীয়দের পক্ষ থেকে দ্রুত ট্রান্সফরমার স্থাপন ও এই চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। একইসাথে নিজেদের সচেতন হয়ে ঐক্যবদ্ধভাবে এই ধরনের অপরাধ রোধে কাজ করার আহ্বান জানিয়েছেন সকলে।
সিয়াম বিশ্বাস
Comments: