০৩ অক্টোবর ২০২৫ | ১৭ আশ্বিন ১৪৩২
বাংলাদেশ
ঐতিহাসিক সংগ্রামী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

image

ঐতিহাসিক সংগ্রামী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় শার্শায় উদযাপিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক জনাব মফিকুল হাসান তৃপ্তি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক নুরুজামান লিটন, যুগ্ম সম্পাদক এ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহম্মেদ, কায়বা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক মশিউর রহমান, কায়বা ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান মুন্না, সদস্য সচিব ইমদাদুল হক, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রিপন ও সদস্য সচিব সেলিম হোসেন আশা, উপজেলা বিএনপি দপ্তর সম্পাদক অধ্যাপক আলমগীর কবির, কায়বা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ওলিয়ার রহমানসহ ইউনিয়নের সকল ওয়ার্ডের সভাপতি-সম্পাদকবৃন্দ।

এছাড়াও যশোর জেলা ও শার্শা উপজেলার বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর এ অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন। নেতৃবৃন্দ এসময় দলের প্রতিষ্ঠালগ্ন থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, শহীদদের আত্মত্যাগ, এবং গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির সংগ্রামী ভূমিকা তুলে ধরেন। তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ঐক্যবদ্ধভাবে দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার আহ্বান জানান।









রিলাক্স মিডিয়া/মোঃ ইমরান হোসেন হৃদয়

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading