বলিউডের জনপ্রিয় গায়ক ও সঙ্গীত পরিচালক জুবিন গর্গ আর নেই। সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়ে না ফেরার দেশে চলে গেলেন তিনি। ‘ইয়া আলি’ গান খ্যাত এই কিংবদন্তি সংগীতশিল্পীর মৃত্যুতে ভারতীয় সংগীত অঙ্গনে নেমে এসেছে গভীর শোক।
বলিউডের জনপ্রিয় সঙ্গীত পরিচালক, গায়ক ও গীতিকার জুবিন গর্গ মারা গেছেন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করার সময় মারাত্মক দুর্ঘটনার শিকার হয়ে তিনি মৃত্যুবরণ করেন। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, পানির নিচে ডাইভিং করার সময় গুরুতর আঘাত পান জুবিন। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা তাকে আর বাঁচাতে পারেননি। আসামের ক্যাবিনেট মন্ত্রী অশোক সিংঘল এক্স হ্যান্ডেলে পোস্ট দিয়ে জুবিনের মৃত্যুর খবর নিশ্চিত করেন। তিনি লেখেন, “ভারতের সংগীত অঙ্গনে অপূরণীয় ক্ষতি হলো।”
১৯৭২ সালের ১৮ নভেম্বর মেঘালয়ের তুরা শহরে জন্মগ্রহণ করেন জুবিন গর্গ। সংগীতের প্রতি প্রবল টানের কারণে ১৯৯২ সালে কণ্ঠশিল্পী হিসেবে বলিউডে আত্মপ্রকাশ করেন তিনি। জুবিন ছিলেন বহুমুখী প্রতিভাধর শিল্পী—তিনি ১২টি বাদ্যযন্ত্র বাজাতে পারতেন এবং একাধিক ভাষায় গান গাইতেন। তার ক্যারিয়ারে ২০,০০০-এরও বেশি গান রেকর্ড হয়েছে। বলিউড ও আঞ্চলিক সিনেমায় তার গাওয়া বহু গান জনপ্রিয়তা পেয়েছে। এর মধ্যে রয়েছে—কৃশ থ্রি’র দিল তুহি বাতা, পরাণ যায় জলিয়ারে’র চোখের জলে, গ্যাংস্টারের ইয়া আলি, পাগলু টু’র খুদা জানে ইত্যাদি।
জুবিন গর্গের হঠাৎ মৃত্যুতে ভারতীয় সংগীত অঙ্গন শোকাহত। ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে শোকবার্তা জানাচ্ছেন এবং তার অবদানকে চিরস্মরণীয় করে রাখার অঙ্গীকার করেছেন।
অনলাইন ডেস্ক
Comments: