সিলেটের কোম্পানীগঞ্জের সাদাপাথর থেকে লুট হওয়া পাথর উদ্ধারে চলছে সাঁড়াশি অভিযান। প্রতিদিনই সেনাবাহিনী ও প্রশাসনের যৌথ অভিযানে মিলছে লুকানো পাথর। জৈন্তাপুর উপজেলার বাঘেরখাল এলাকা থেকে সর্বশেষ উদ্ধার হলো সাড়ে ৫ হাজার ঘনফুট সাদাপাথর। তবে এ অভিযানে কাউকে আটক করা যায়নি।
সিলেটের সাদাপাথর পর্যটনকেন্দ্র থেকে লুট হওয়া পাথর উদ্ধারে প্রতিদিন চলছে সাঁড়াশি অভিযান। কখনো মাটির নিচে, কখনো নদীর বুকে, আবার কখনো বালুর নিচ থেকে মিলছে এসব পাথর। এরই ধারাবাহিকতায় শনিবার (১৬ আগস্ট) বিকাল ৪টা থেকে শুরু হওয়া অভিযানে জৈন্তাপুর উপজেলার বাঘেরখাল এলাকা থেকে উদ্ধার করা হয়েছে সাড়ে ৫ হাজার ঘনফুট সাদাপাথর।
অভিযানে সেনাবাহিনী ও জৈন্তাপুর থানা পুলিশ অংশ নেয়। নেতৃত্ব দেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার লাবনী। তিনি জানান, উদ্ধার হওয়া পাথরগুলো সাদাপাথর পর্যটনকেন্দ্রে প্রতিস্থাপনের প্রক্রিয়া শুরু করা হয়েছে। তবে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।
সাম্প্রতিক সময়ে সাদাপাথর থেকে লুট হওয়া বিপুল পরিমাণ পাথর উদ্ধার করা হয়েছে। শনিবার সন্ধ্যা পর্যন্ত এ সংখ্যা দাঁড়িয়েছে ৪ লক্ষাধিক ঘনফুট। ভাঙা হয়নি, এমন পাথর আদালতের নির্দেশ অনুসারে পর্যটনকেন্দ্রে প্রতিস্থাপন করা হচ্ছে। উল্লেখ্য, সাদাপাথর সিলেটের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র হলেও অবৈধ পাথর উত্তোলন দীর্ঘদিন ধরেই স্থানীয় পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। প্রশাসনের জোরালো অভিযান সেই অবৈধ কার্যক্রম নিয়ন্ত্রণে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সিলেটের সাদাপাথর পর্যটনকেন্দ্রের লুট হওয়া পাথর উদ্ধারে চলমান অভিযানে প্রতিদিন নতুন সাফল্য আসছে। প্রশাসন বলছে, পাথরগুলো প্রতিস্থাপনের কাজ শেষ হলে পর্যটনকেন্দ্রের স্বাভাবিক সৌন্দর্য ফিরিয়ে আনা সম্ভব হবে।
অনলাইন ডেস্ক
Comments: