বরিশালের ঐতিহ্যবাহী সরকারি ব্রজমোহন কলেজে মঠবাড়িয়া ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে শনিবার আলোচনা সভা, পুনর্মিলনী ও কমিটি ঘোষণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শেখ মোহাম্মদ তাজুল ইসলাম।
প্রধান বক্তা ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর আবু তাহের মোহাম্মদ রাশেদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক মোঃ মুহিত (ব্যবস্থাপনা বিভাগ), সহযোগী অধ্যাপক মোঃ রেজাউল করিম (হিসাববিজ্ঞান বিভাগ), সহকারী অধ্যাপক দিপায়ন সিকদার (রাষ্ট্রবিজ্ঞান বিভাগ) এবং প্রভাষক মোঃ বেলাল হোসেন (ইসলামিক স্টাডিজ বিভাগ)।
অনুষ্ঠানে কলেজে অধ্যয়নরত মঠবাড়িয়ার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। আলোচনায় অতিথিরা শিক্ষার্থীদের ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং সামাজিক দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন। পরে মঠবাড়িয়া ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি নির্বাচিত হন তৌহিদ এলাহী আকিব (ব্যবস্থাপনা বিভাগ) এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন হাসিব রানা (বাংলা বিভাগ)। অতিথিরা নবগঠিত কমিটির প্রতি শুভকামনা জানিয়ে পরিষদকে শিক্ষার্থীদের কল্যাণে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
রিলাক্স মিডিয়া/মো.তানভীর হাসান
Comments: