সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে আটক হওয়া ১৪ জনকে সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ইজারা বহির্ভূতভাবে বালু উত্তোলনের দায়ে ১৪ জনকে সাজা দিয়ে কারাগারে পাঠিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার সকালে তাদের কারাগারে পাঠানো হয়। এর আগে মঙ্গলবার সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় উপজেলার হাজিপুর ও প্রতাপপুর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন গোয়াইনঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক।
স্থানীয় সূত্র জানিয়েছে, ভ্রাম্যমাণ আদালত আটক ১৪ জনের মধ্যে ১২ জনকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং দুইজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুক বলেন, ইজারা বহির্ভূত বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। মূল হোতারা পালিয়ে গেলেও উত্তোলন ও পরিবহনে জড়িত ১৪ জনকে আটক করে সাজা দেওয়া হয়েছে।
অভিযানের মাধ্যমে প্রশাসন অবৈধ বালু উত্তোলন রোধে কঠোর অবস্থান নিয়েছে। তবে মূল হোতারাদের আইনের আওতায় আনতে আরও অভিযান চালানোর প্রয়োজনীয়তা রয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।
অনলাইন ডেস্ক
Comments: