সিলেটের জাফলং আবারও পর্যটক নিখোঁজের ঘটনায় শোকাহত। নদীতে গোসল করতে নেমে পানির স্রোতে তলিয়ে গেলেন এক কম্পিউটার মেকানিক পর্যটক।
সিলেটের জাফলংয়ের জিরোপয়েন্ট এলাকায় নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে নিখোঁজ হয়েছেন আবু সুফিয়ান (২৬) নামের এক পর্যটক। বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেল চারটার দিকে এ ঘটনা ঘটে। নিখোঁজ আবু সুফিয়ান সিলেটের গোলাপগঞ্জ উপজেলার শিংপুর গ্রামের বাসিন্দা। তিনি আব্দুল হকের ছেলে এবং পেশায় একজন কম্পিউটার মেকানিক ছিলেন।
তার বন্ধু রাসেল আহমদ জানান, আটজন মিলে তারা জাফলং ভ্রমণে যান। বিকেলে সবাই নদীতে গোসল করতে নামলে হঠাৎ পানির প্রবল স্রোতে তলিয়ে যান সুফিয়ান। দীর্ঘ চেষ্টা করেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। খবর পেয়ে ট্যুরিস্ট পুলিশ, গোয়াইনঘাট থানা পুলিশ এবং স্থানীয় ডুবুরিরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে। তবে সন্ধ্যা পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, নিখোঁজ পর্যটককে উদ্ধারে পুলিশ ও ডুবুরি দল অভিযান চালাচ্ছে। যতক্ষণ না তাকে পাওয়া যাচ্ছে, ততক্ষণ এ তৎপরতা অব্যাহত থাকবে। এর আগে গত ২৫ জুলাই একই এলাকায় মুকিত আহমদ (১৮) নামের আরেক পর্যটক পানিতে ডুবে নিখোঁজ হন। দুই দিন পর ডুবুরিরা তার মরদেহ উদ্ধার করে।
জাফলংয়ে পর্যটকদের জন্য অন্যতম আকর্ষণ নদীভ্রমণ হলেও বারবার ডুবে যাওয়া ও প্রাণহানির ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি উঠেছে। স্থানীয়রা পর্যটকদের সতর্ক থাকার পাশাপাশি প্রশাসনকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার আহ্বান জানিয়েছেন।
অনলাইন ডেস্ক
Comments: