০৩ অক্টোবর ২০২৫ | ১৭ আশ্বিন ১৪৩২
বাংলাদেশ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার

image

মৌলভীবাজার সদর থানার বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা তৌফিক হোসেন রাজনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি নিজেকে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক হিসেবে পরিচয় দেন। দুঃখজনক ও আশ্চর্যজনক হলেও সত্য যে তিনি মৌলভীবাজারে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় (১৩ই সেপ্টেম্বর) শনিবার দিনে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রতিপাদ্য বিষয় অপসাংবাদিকতা রোধে প্রকৃত সাংবাদিক বিলীন, তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত রাজন সাংবাদিক পরিচয় দানকারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এজাহারনামীয় আসামি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি।

শনিবার (১৩ই সেপ্টেম্বর) দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়। মৌলভীবাজার মডেল থানার ওসি গাজী মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান,তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হামলার ঘটনায় দায়েরকৃত মামলার এজাহার নামীয় আসামি। তিনি গ্রেপ্তার এড়াতে সাংবাদিক পরিচয় ব্যবহার করে আসছিলেন।












রিলাক্স মিডিয়া/তিমির বনিক

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading