যশোরের শার্শা উপজেলার মালশাকুড় গ্রাম সংলগ্ন বিলে ভৌতার খালপাড়ে পানির মধ্যে থেকে খাইরুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে শার্শা থানা পুলিশ। স্থানীয়রা সকালে খালে লাশ ভাসতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম রবিউল ইসলাম বলেন,স্থানীয়রা জানান, খায়রুল ইসলাম ডাক্তার দেখাতে যাওয়ার কথা বলে বৃহস্পতিবার দুপুরে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি।
শুক্রুবার দুপুর আড়াইটার দিকে শার্শা উপজেলার স্বরুপদাহ গ্রাম সংলগ্ন মালশাকুড় ব্রীজের নিচে মরদেহ ভাসতে দেখে। নিহত খায়রুল ইসলাম উপজেলার বোয়ালিয়া গ্রামের নুর মোহাম্মাদের ছেলে। নিহত খাইরুল ইসলামের মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। লাশটি ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।
রিলাক্স মিডিয়া/মোঃ ইমরান হোসেন হৃদয়
Comments: