সাভারে ৫ দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৪টা ৩০ মিনিটে সাভার-আরিচা মহাসড়কের সাভার মডেল মসজিদের সামনে থেকে এ কর্মসূচি শুরু হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা জেলা আমীর মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন এবং সঞ্চালনা করেন জেলা রাজনৈতিক সেক্রেটারি হাসান মাহবুব মাস্টার। প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা জেলা আমীর মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য, জামায়াত মনোনীত ঢাকা-১৯ আসনের এমপি প্রার্থী ও ঢাকা জেলা সেক্রেটারি মাওলানা মো. আফজাল হোসাইন।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলার আইন বিষয়ক সেক্রেটারি এডভোকেট মো. শহিদুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য মো. লুৎফর রহমান মোল্লা, ইঞ্জিনিয়ার আব্দুল কুদ্দুস, মো. ইমদাদুল হক, জেলা প্রচার-মিডিয়া সম্পাদক আসাদুজ্জামান জীম, সাভার থানা আমীর আব্দুল কাদের, সাভার পৌর আমীর আজিজুর রহমান ও আশুলিয়া থানা আমীর বশির আহমেদসহ জেলা ও থানার বিভিন্ন স্তরের নেতাকর্মী।
হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে মিছিলটি সাভার মডেল মসজিদ থেকে শুরু হয়ে রেডিও কলোনি বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।
রিলাক্স মিডিয়া/স্টাফ রিপোর্টার
Comments: