বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম বলেছেন, খেলাধুলা সমাজের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে যুব সমাজকে দূরে রাখে। খেলাধুলা শরীর ও মনকে সুস্থ রাখে, যুব সমাজ মাদকাসক্ত থেকে দূরে থাকে। তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকাল ৫টায় মিঠাখালী ফুটবল মাঠে শহীদ জিয়া স্মৃতী সংঘ ও আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের আয়োজনে ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ সৃষ্টিতে খেলাধুলার প্রয়োজনীয়তা রয়েছে। এ ধরনের খেলাধুলার আয়োজন আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ ও সবল রাখবে। তাই খেলাধুলাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া প্রয়োজন।
ফাইনাল খেলায় অংশ নেয় মোংলা পোর্ট পৌরসভা একাদশ বনাম পেড়িখালি ইউনিয়ন একাদশ। খেলায় চমৎকার পারফরম্যান্সে মোংলা পোর্ট পৌরসভা একাদশ নির্ধারিত সময়ে ৮-৭ গোলে জয় লাভ করে। খেলা শেষে বিজয়ী দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম।
খেলা দেখতে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজারো দর্শক মাঠে ভিড় করেন। স্থানীয় ক্রীড়াপ্রেমীদের প্রাণবন্ত উপস্থিতিতে মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মো: জুলফিকার আলী, বাংলাদেশ সরকারের সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মনিরুজ্জামান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
রিলাক্স মিডিয়া/আলী আজীম
Comments: