০৩ অক্টোবর ২০২৫ | ১৭ আশ্বিন ১৪৩২
বাংলাদেশ
সিলেটে প্রথমবার কুমারী পূজা, দুর্গোৎসব ঘিরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

image

এবারই প্রথমবারের মতো সিলেটে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুর্গাপূজার অন্যতম আচার ‘কুমারী পূজা’। শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে জেলাজুড়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন।

এবারই প্রথমবারের মতো সিলেটে অনুষ্ঠিত হতে যাচ্ছে শারদীয় দুর্গোৎসবের বিশেষ আচার ‘কুমারী পূজা’। শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে সিলেটের পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়। সভায় জানানো হয়, এ বছর সিলেট জেলার ১৩ উপজেলায় মোট ৪৫৫টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে প্রশাসন।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান। এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধি এবং পূজা উদযাপন কমিটির নেতারা উপস্থিত ছিলেন। পুলিশ সুপার জানান, দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীরা যাতে নিরাপদে তাদের ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারেন, সে জন্য জেলাজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। প্রতিটি উপজেলায় থাকবে বিশেষ নজরদারি। গুরুত্বপূর্ণ পূজামণ্ডপগুলোতে সিসিটিভি ক্যামেরা, অতিরিক্ত পুলিশ মোতায়েন এবং র‌্যাব-পুলিশের টহল নিশ্চিত করা হবে। এছাড়া, যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় কন্ট্রোল রুম ও জরুরি রেসপন্স টিম প্রস্তুত থাকবে বলেও সভায় জানানো হয়।

সিলেটে প্রথমবারের মতো আয়োজিত কুমারী পূজা দুর্গোৎসবকে ভিন্ন মাত্রা যোগ করবে। প্রশাসনের বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় সনাতন ধর্মাবলম্বীরা নির্ভয়ে ও স্বাচ্ছন্দ্যে উৎসব পালন করতে পারবেন বলে আশা করা হচ্ছে।












অনলাইন ডেস্ক

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading