খাগড়াছড়ি জেলার ২৪ আর্টিলারি ব্রিগেড গুইমারা রিজিয়নের আওতাধীন ২০ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি জোন দায়িত্বপূর্ণ এলাকার আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি আর্থ সামাজিক ও উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৮আগস্ট) মানিকছড়ি উপজেলার বাটনাতলী আর্মি ক্যাম্পের আওতাধীন পুরাতন ডাইনছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোন সদর হতে মেডিকেল অফিসার ক্যাপ্টেন নাহিয়ান কবির,(এএমসি) এর নেতৃত্বে মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়।
উক্ত মেডিকেল ক্যাম্পেইনে ১৯০ জন পাহাড়ি ও ৮৫ জন বাঙ্গালিসহ মোট ২৭৫ জন অসুস্থ রোগীদেরকে চিকিৎসা সেবা প্রদান ও বিনামূল্যে ঔষধ বিতরণ করে সিন্দুকছড়ি জোন। সেবা ভোগী সর্বস্তরের মানুষ সিন্দুকছড়ি জোন কতৃক এই মানবিক সহায়তার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেছেন । সিন্দুকছড়ি জোনের এই সেবা অব্যাহত থাকবে।
রিলাক্স মিডিয়া/মোঃ সালাউদ্দিন
Comments: