সিলেট মহানগরে মোটরসাইকেল চালকদের জন্য প্রশাসন জারি করেছে নতুন নির্দেশনা। হেলমেট ছাড়া যাত্রী বহন বা একাধিক সহযাত্রী নেওয়া হলে গুনতে হবে ভারী জরিমানা, এমনকি হতে পারে কারাদণ্ডও। সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ধারা অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণের ঘোষণা প্রশাসনের।
সিলেট মহানগর এলাকায় মোটরসাইকেল চালকদের জন্য প্রশাসন নতুন করে কঠোর আইন প্রয়োগের সিদ্ধান্ত নিয়েছে। সড়ক পরিবহণ আইন, ২০১৮ এর ৪৯(১)(চ) ধারা মোতাবেক, চালক ব্যতীত একজনের বেশি সহযাত্রী বহন করা যাবে না। পাশাপাশি চালক ও সহযাত্রী উভয়কেই যথাযথভাবে হেলমেট ব্যবহার করতে হবে — এমন নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ।
এই আইন প্রথমবার লঙ্ঘন করলে মোটরসাইকেল চালককে ৩,০০০ টাকা জরিমানা দিতে হবে। একই অপরাধ দ্বিতীয়বার করলে জরিমানা বাড়বে ৬,০০০ টাকা পর্যন্ত, এবং কারাদণ্ডের বিধানও প্রযোজ্য হতে পারে বলে জানানো হয়েছে।
প্রশাসন জানিয়েছে, আগামী এক সপ্তাহের মধ্যে সিলেট মহানগরের সকল মোটরসাইকেল চালক ও সহযাত্রীকে নিয়ম অনুযায়ী হেলমেট ব্যবহার করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। এ নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এর মাধ্যমে শহরের সড়ক নিরাপত্তা জোরদার করা ও দুর্ঘটনা কমানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সড়কে শৃঙ্খলা ফেরাতে পুলিশও কঠোর তদারকি শুরু করেছে বলে জানা গেছে।
সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের এ উদ্যোগকে অনেকেই ইতিবাচকভাবে দেখছেন। তবে চালক ও যাত্রীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং হেলমেটের মান নিশ্চিত করাও সমানভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন পরিবহন বিশেষজ্ঞরা।
অনলাইন ডেস্ক
Comments: