০৩ অক্টোবর ২০২৫ | ১৭ আশ্বিন ১৪৩২
বাংলাদেশ
মিঠাপুকুরে সেনা-পুলিশের যৌথ অভিযানে দম্পতি গ্রেফতার, বিপুল পরিমাণ মদ জব্দ

image

রংপুরের মিঠাপুকুরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত পায়রাবন্দ ইউনিয়নের ইসলামপুর গ্রামের বাটুল মিয়া (৪৫) ও তার স্ত্রী শাহেনা আক্তার (৪০) কে আটক করা হয়েছে।

শনিবার দুপুরে পীরগঞ্জ ক্যাম্প কমান্ডার মেজর শেখ রাশশাদ রহমানের নির্দেশে ক্যাপ্টেন মো. রাকিবুল ইসলামের নেতৃত্বে ১৬ সদস্যের টহলদল ও পুলিশের ৬ সদস্য অভিযান পরিচালনা করে। এ সময় ইসলামপুর বাইশা পাড়ায় তাদের বাসা থেকে ১৪২.৫ লিটার দেশীয় চুইয়া মদ, ৯টি বোতলজাত মদ, ৭৫০ গ্রাম মদ তৈরির পাউডার, মদ তৈরির সরঞ্জাম, ৩টি মোবাইল ফোন ও নগদ ১২০০ টাকা জব্দ করা হয়।

উল্লেখ্য, বাটুল মিয়া ও তার স্ত্রীর বিরুদ্ধে মিঠাপুকুর থানায় পূর্বে চারটি মাদক মামলা রয়েছে। আটক আসামি ও জব্দকৃত মালামাল পরবর্তীতে থানায় হস্তান্তর করা হয়েছে।















রিলাক্স মিডিয়া/সাকিব এনামুল

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading