গাজীপুরে আলোচিত চাঁদাবাজি ইস্যুতে ফেসবুক লাইভের কয়েক ঘণ্টা পরেই ঘটে ভয়াবহ হত্যাকাণ্ড। বিকেলে চাঁদাবাজি নিয়ে লাইভ করেন সাংবাদিক আসাদুজ্জামান তুহিন। রাতে জনসম্মুখে সন্ত্রাসীদের হামলায় নিহত হলেন তিনি।
গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় এক সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে মসজিদ মার্কেটের সামনে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। নিহত আসাদুজ্জামান তুহিন (৩৮) দৈনিক প্রতিদিনের কাগজ-এর গাজীপুর স্টাফ রিপোর্টার ছিলেন। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার ওসি শাহীন খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, “এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং তদন্ত চলছে।”
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে তুহিন চান্দনা চৌরাস্তা এলাকায় ফুটপাত ও দোকানপাট থেকে চাঁদাবাজি নিয়ে ফেসবুক লাইভ করেন। এরপর সন্ধ্যায় নিজ ফেসবুক প্রোফাইলে ‘যেমন খুশি তেমন রাস্তা পার হওয়ার দৃশ্য। গাজীপুর চৌরাস্তা’ শিরোনামে একটি ভিডিও পোস্ট করেন। রাত ৮টার দিকে মসজিদ মার্কেটের সামনে একটি চায়ের দোকানে বসে চা পান করার সময় কয়েকজন সন্ত্রাসী হঠাৎ তাকে ঘিরে ধরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ক্ষতবিক্ষত করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বাসন থানার এসআই জহিরুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে।
সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডে গাজীপুরে সাংবাদিক সমাজসহ স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও শোক বিরাজ করছে। চাঁদাবাজি ইস্যুতে সরব হওয়ার পরই এই হত্যাকাণ্ড হওয়ায় ঘটনাটি ঘিরে নানান প্রশ্ন ও আতঙ্ক সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, দ্রুত তদন্তের মাধ্যমে অপরাধীদের আইনের আওতায় আনা হবে।
অনলাইন ডেস্ক
Comments: