০২ অক্টোবর ২০২৫ | ১৭ আশ্বিন ১৪৩২
বাংলাদেশ
নওগাঁ পলিটেকনিকে রেড মার্চ: লাল ব্যাজে ও স্লোগানে মুখরিত ক্যাম্পাস

image

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ন্যায্য দাবি আদায়ে চলমান আন্দোলনকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ আখ্যা দেওয়ার প্রতিবাদে এবং আন্দোলন সংগ্রামে প্রাণ হারানো শহীদদের স্মরণে সারা দেশের মতো নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটেও পালিত হয়েছে রেড মার্চ কর্মসূচি। শিক্ষার্থীরা এই কর্মসূচির মাধ্যমে আবারও তাদের ন্যায্য দাবি আদায়ের সংকল্প প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটের ক্যাম্পাস প্রাঙ্গণ ছিল সরগরম। সকাল সাড়ে ১০টায় শিক্ষার্থীরা মাথায় লাল ব্যাজ এবং হাতে ব্যানার নিয়ে বর্ণাঢ্য মিছিল শুরু করে। মিছিলটি ক্যাম্পাস থেকে বের হয়ে আঞ্চলিক সমবায় ইনস্টিটিউট মোড় প্রদক্ষিণ করে পুনরায় ক্যাম্পাসে ফিরে আসে।

মিছিলে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা নানা ধরনের স্লোগানে মুখরিত করে তোলে ক্যাম্পাস এলাকা। শিক্ষার্থীদের স্লোগান ছিল— “দেশ গড়ার হাতিয়ার, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার”, “দেশের টাকায় বুয়েট পড়ে, ১০ গ্রেড দাবি করে”, “কোটি টাকা নষ্ট করে, দশম গ্রেড দাবি করে”, “১৩ এর হাতিয়ার, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার”, “বুয়েট-চুয়েট পাশ করে, আটো বানায় গর্ব করে”—এমনকী আরও বিভিন্ন স্লোগান দিয়ে শিক্ষার্থীরা তাদের দাবির আওয়াজ তুলে ধরে।

কর্মসূচিতে নেতৃত্ব দেন শিক্ষার্থী আবু হুরায়রা হাসিব, আশরাফুল হক, আরাফাত জনি, এস এম তাহিয়াতুল ইসলাম জিহাদ, মাশরাফি সহ আরও অনেক শিক্ষার্থী। শিক্ষার্থীরা জানান, ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা দেশের শিল্প ও উন্নয়নের মূল চালিকাশক্তি। কিন্তু দীর্ঘদিন ধরে তাদের অবদানকে উপেক্ষা করা হচ্ছে। তারা দশম গ্রেডসহ সব ন্যায্য দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। আমাদের আন্দোলন কোনো রাজনৈতিক উদ্দেশ্যে নয়; এটি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মর্যাদা ও অস্তিত্ব রক্ষার আন্দোলন। যতক্ষণ পর্যন্ত সরকারের পক্ষ থেকে দাবি পূরণের সুস্পষ্ট আশ্বাস না আসবে, ততক্ষণ আন্দোলন চলবে।

শিক্ষার্থীরা আরও জানান, ন্যায্য মর্যাদা আদায় না হওয়া পর্যন্ত তারা মাঠ ছাড়বেন না। একই সঙ্গে আন্দোলনে শহীদদের আত্মত্যাগ বৃথা যেতে না দেওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন তারা। নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা আশা প্রকাশ করেন, এই রেড মার্চ কর্মসূচি সরকারের কাছে স্পষ্ট বার্তা পৌঁছে দেবে এবং অচিরেই সমস্যার সমাধান হবে।












রিলাক্স মিডিয়া/মো: এ কে নোমান

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading