০১ নভেম্বর ২০২৫ | ১৭ কার্তিক ১৪৩২
বাংলাদেশ
খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, তদন্ত কমিটি গঠন

image

খুবির শিক্ষক ড. রুবেল আনসারের বিরুদ্ধে ছাত্রীর যৌন হয়রানির অভিযোগ। এক ছাত্রী লিখিত অভিযোগে ব্যক্তিগত প্রশ্ন, অশালীন প্রস্তাব ও যৌন সম্পর্কের ইঙ্গিত দেওয়ার কথা উল্লেখ করেছেন।

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) বাংলা ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর ড. রুবেল আনসারের বিরুদ্ধে গুরুতর যৌন হয়রানির অভিযোগ তুলেছেন এক ছাত্রী। অভিযোগপত্রে বলা হয়েছে, ওই শিক্ষক ব্যক্তিগত প্রশ্ন, অশালীন প্রস্তাব, একান্ত সাক্ষাতের চাপ এবং যৌন সম্পর্কের ইঙ্গিত দিয়েছেন।

গত বৃহস্পতিবার (৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কেন্দ্রের সভাপতির কাছে লিখিত অভিযোগ জমা দেন ভুক্তভোগী। কেন্দ্রের সভাপতি মোছা. তাসলিমা খাতুন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগ তদন্তে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, শিক্ষক প্রথমে বন্ধুসুলভ বার্তা দিয়ে শুরু করেন, পরে ধীরে ধীরে ব্যক্তিগত সাক্ষাত ও নির্জন স্থানে যাওয়ার প্রস্তাব দেন। অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, শিক্ষক বাসায় আসার বিনিময়ে ‘যা চাই তা দিতে হবে’ বলে মন্তব্য করেন। পরবর্তীতে গাড়িতে করে দেখা করার সময় তিনি প্রকাশ্যে যৌন সম্পর্কের প্রস্তাব দেন, ভয় দেখান এবং ফলাফলে প্রভাব ফেলার ইঙ্গিত দেন।

ছাত্রী অভিযোগে উল্লেখ করেন, ঘটনার পর তিনি মানসিক ট্রমায় ভুগছিলেন এবং নতুন পরিবেশে কাউকে বিষয়টি বলতে পারেননি। পরে ৫ আগস্ট বিশ্ববিদ্যালয়ের ভিসির কমিশন গঠনের ঘোষণায় সাহস পেয়ে অভিযোগ করেন।

বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক প্রফেসর ড. নাজমুস সাদাত বলেন, বিষয়টি তদন্তাধীন থাকায় এর বেশি মন্তব্য করা যাবে না। তবে অভিযুক্ত শিক্ষক ড. রুবেল আনসার অভিযোগ অস্বীকার করে বলেন, “এমন কোনো ঘটনা ঘটেনি, সব শিক্ষার্থীই আমার কাছে সমান।”

খুবির এই যৌন হয়রানির অভিযোগ শিক্ষাঙ্গনে নিরাপত্তা ও নৈতিকতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। তদন্ত কমিটি সত্যতা যাচাই শেষে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে।













সূত্র: কালের কণ্ঠ 

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading