০১ নভেম্বর ২০২৫ | ১৭ কার্তিক ১৪৩২
বাংলাদেশ
মৌলভীবাজারে "বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা" দিবস পালিত

image

বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে “সাদাছড়ির আধুনিকায়ন, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির উন্নয়ন।" দিবসটি উপলক্ষে বুধবার (১৫ই অক্টোবর ) জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র মৌলভীবাজারের আয়োজনে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২৫ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে শেষ হয়। র‍্যালির পরবর্তীতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন। এসময় তিনি বলেন, দৃষ্টি প্রতিবন্ধীদের সম্মান দিয়ে সারাবিশ্বে দিবসটি পালিত হচ্ছে। তারাও আমাদের সন্তান। তাদেরকে গুরুত্ব দিতে হবে। তাদের প্রতি সহযোগীতার হাত বাড়িয়ে দিতে হবে। আমরা যদি তাদেরকে সুযোগ তৈরি করে দেই তারাও দেশের সম্পদে পরিনত হবে। তাই আমাদের সবার উচিত দৃষ্টি প্রতিবন্ধীদের পাশে দাঁড়ানো এবং তাদের অবহেলা না করে স্বাভাবিক ভাবেই আচরণ করা।

এছাড়াও সভায় বক্তব্য রাখেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো: হাবিবুর রহমান, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা চন্দন কুমার পাল প্রমূখ। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক,বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, এনজিও প্রতিনিধি ও বিভিন্ন পর্যায়ের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ৪ জনকে স্মার্ট সাদাছড়ি বিতরন করেন অতিথিরা।












রিলাক্স মিডিয়া/তিমির বনিক

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading