০৩ অক্টোবর ২০২৫ | ১৭ আশ্বিন ১৪৩২
বাংলাদেশ
মোংলায় খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল

image

বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল মোংলা পৌর শাখার উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় মৎস্য বাজারস্থ পৌর মৎস্যজীবী দলের অস্থায়ী কার্যালয় এ মিলাদ, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার পুনরুদ্ধারের জন্য আজীবন লড়াই করেছেন। তিনি শুধু একজন রাজনৈতিক নেতা নন, বরং গণতন্ত্রের জন্য সংগ্রামী এক সাহসী কণ্ঠস্বর। এছাড়াও বক্তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় দেশনেত্রীর অবদান স্মরণ করেন এবং তার নেতৃত্বে দেশে জনগণের অধিকার ফিরে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সভাশেষে, বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু, সুস্বাস্থ্য কামনা এবং বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও প্রয়াত আরাফাত রহমান কোকোসহ বিএনপির প্রয়াত নেতা কর্মীদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল মোংলা পৌর শাখার সদস্য সচীব ও মোংলা মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মো: মিজান মিয়া, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মো: এমরান হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুর উদ্দিন টুটুল, পৌর যুবদল নেতা বি এম ওয়াসিম আরমান, বি এম মহশিনসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুরে জন্মগ্রহণ করেন। চার বোন ও দুই ভাইয়ের মধ্যে খালেদা জিয়া চতুর্থ। বাবা এস্কান্দর মজুমদার, মা বেগম তৈয়বা মজুমদার। পৈতৃক নিবাস ফেনীর ফুলগাজী হলেও তার শৈশব-কৈশোর কেটেছে দিনাজপুরে বাবার কর্মস্থলে। ১৯৮১ সালের ৩০ মে স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পর রাজনীতির অঙ্গনে পা রাখেন গৃহবধূ খালেদা। প্রথমে দলের ভাইস চেয়ারম্যান এবং ১৯৮৪ সালে দলের চেয়ারপারসন নির্বাচিত হন তিনি।

১৯৯১ থেকে ১৯৯৬ এবং ১৯৯৬ সালে ১৫ ফেব্রুয়ারি এবং ২০০১ থেকে ২০০৬ মেয়াদে তিন দফা বিএনপি সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন খালেদা জিয়া।








রিলাক্স মিডিয়া/আলী আজীম

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading