০৩ অক্টোবর ২০২৫ | ১৭ আশ্বিন ১৪৩২
বাংলাদেশ
সিলেটে দাফনের পর ১৭ দিন পর জীবিত উদ্ধার কিশোর রবিউল ইসলাম নাইম

image

সিলেটের ওসমানীনগর উপজেলায় এক চাঞ্চল্যকর ঘটনা। নিখোঁজের পর শনাক্ত লাশ দাফন করা হলেও ১৭ দিন পর জীবিত উদ্ধার হলো কিশোর রবিউল ইসলাম নাইম (১৪)। মৌলভীবাজারের কুলাউড়া থেকে উদ্ধার হওয়া লাশ দাফনের পর পরিবার ভেবেছিল তাদের সন্তানকে হারিয়েছে চিরতরে। কিন্তু অবিশ্বাস্যভাবে ১৭ দিন পর হবিগঞ্জের নবীগঞ্জ থেকে জীবিত অবস্থায় রবিউলকে উদ্ধার করে পুলিশ।

ওসমানীনগরের গোয়ালাবাজার এলাকার কিশোর রবিউল ইসলাম নাইম গত ২৬ জুলাই বগুড়া রেস্টুরেন্ট থেকে নিখোঁজ হয়। ৩ আগস্ট মৌলভীবাজারের কুলাউড়া রেলস্টেশনের পাশ থেকে এক কিশোরের লাশ উদ্ধার করে পুলিশ। পরিবার লাশটি রবিউলের বলে শনাক্ত করে দাফনও সম্পন্ন করে। এ ঘটনায় পরিবারের অভিযোগ ছিল—রবিউলকে রেস্টুরেন্ট মালিক হত্যা করেছে। তবে ১৭ দিন পর হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সৈয়দপুর এলাকা থেকে জীবিত রবিউলকে উদ্ধার করে পুলিশ। বর্তমানে সে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে।

উদ্ধারকৃত লাশটি অন্য কারও বলে ধারণা করছে পুলিশ। এখনো তার পরিবারের পক্ষ থেকে কেউ দাবি করেনি। রেস্টুরেন্ট মালিকের সঙ্গে মনোমালিন্যের কারণে রবিউল আত্মগোপনে ছিল বলে পুলিশের প্রাথমিক ধারণা। লাশ নিয়ে পূর্বে দায়ের করা মামলাটি নিষ্পত্তি হয়ে যাবে বলে জানিয়েছে কুলাউড়া থানা। ডিএনএ ও ময়নাতদন্ত রিপোর্টের ভিত্তিতে ভবিষ্যতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এই ঘটনাটি সিলেট-হবিগঞ্জ-মৌলভীবাজার এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। দাফনের পর আবার জীবিত উদ্ধার হওয়া কিশোরের ঘটনা প্রশ্ন তুলেছে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত ও প্রাথমিক লাশ শনাক্তকরণের পদ্ধতি নিয়ে।













অনলাইন ডেস্ক

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading