০৩ অক্টোবর ২০২৫ | ১৭ আশ্বিন ১৪৩২
বাংলাদেশ
চোরাচালান কারবারি রাজন শ্রীমঙ্গল পুলিশের জালে

image

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলামের সার্বিক দিক নির্দেশনায় এসআই(নিরস্ত্র)/মোঃ সাইদুর রহমান খাঁন সঙ্গীয় ফোর্সসহ ১০ সেপ্টেম্বর রাত ৪ টার সময় গোপন তথ্যের ভিত্তিতে শ্রীমঙ্গল পৌর এলাকার অন্তর্গত সোনার বাংলা রোডস্থ নতুন বাজার নিউ আপন জুয়েলার্স ওয়ার্কস দোকানের সামনে রাস্তায় একটি সিএনজি অটোরিক্সা থেকে আসামি রাজন মিয়ার হেফাজত হইতে উদ্ধারকৃত আলামত ১১ (এগার) টি সাদা রংয়ের প্লাষ্টিকের বস্তায় ও ১ (এক) টি লাল রংয়ের প্লাস্টিকের নেট বস্তাসহ সর্বমোট ১২টি বস্তা, যাহার সর্বমোট ওজন ৫শত ষোল কেজি ভারতীয় ফুচকা, মূল্য আনুমানিক ১ লাখ তিন হাজার টাকা এবং একটি সিএনজি অটোরিক্সা, যাহার রেজিঃ নং-মৌলভীবাজার-থ-১২-৪৮১৬ উদ্ধার করে জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত আসামী চোরাচালানের মাধ্যমে ভারতীয় ফুচকা বাংলাদেশে এনে বানিজ্য করে চলেছিল। উক্ত ঘটনার বিষয়ে গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে পুলিশি প্রহরার মাধ্যমে মৌলভীবাজার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।













রিলাক্স মিডিয়া/তিমির বনিক

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading