০১ নভেম্বর ২০২৫ | ১৭ কার্তিক ১৪৩২
বাংলাদেশ
খেলাধুলার বিকাশে কর্নেল হারুনুর রশিদের অবদান, বেতাগীতে বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

image

অদ্য ৪ আগষ্ট ২০২৫ ইংরেজি তারিখ রোজ সোমবার বেতাগী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলা সামগ্রী বিতরণ করেন কর্নেল হারুন অর রশিদ খান। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন সাংবাদিক কল্যাণ পরিষদ বরগুনা জেলার সভাপতি মোঃ হাফিজুর রহমান খান এবং সাংবাদিকবৃন্দ। খেলাধুলা সামগ্রী বিতরণের সময় ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে দিক দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন কর্নেল অবসরপ্রাপ্ত হারুনুর রশিদ খান। খেলাধুলার সামগ্রী বিতরণ করার পরে বেতাগী উপজেলার রিক্সা, অটো রিক্সা,ভ্যান চালক এবং অসহায় ও দুস্থ মানুষের মঝে টি-শার্ট বিতরণ করেন।

বিভিন্ন স্কুল কলেজে খেলাধুলা সামগ্রী বিতরণ করার সময় ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে কর্নেল অবসরপ্রাপ্ত হারুনুর রশিদ খান বলেন,আমি আজকে যে কক্ষে কথা বলছি সেটি আমার জীবনের অন্যতম আনন্দের মুহূর্ত। আমি বিশ্বের নানা প্রান্তে জাতিসংঘ, সদর দপ্তরে অনেক বক্তব্য দিয়েছি। কিন্তু এই কক্ষ এই মুহূর্ত আমার হৃদয়ের সবচেয়ে কাছের। কারণ এই বাংলাদেশের ভবিষ্যৎ। আর এই ভবিষ্যৎ হল ছাত্রছাত্রীরা।

ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে কর্নেল হারুনুর রশিদ খান আরো বলেন আমি তোমাদের চেহারায় দেখি সততা, নিষ্পাপ হৃদয় এবং অগণিত সম্ভাবনা। আমি দেখি আমার প্রজন্মের স্বপ্ন তোমাদের ভেতর আবার জেগে উঠেছে। একটা কথা আমি জোর দিয়ে বলতে চাই তোমরাই হচ্ছ আগামী দিনের নেতা- নেত্রী।নেতৃত্ব মানে শুধু রাজনীতি নয় নেতৃত্ব মানে মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করা। শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারাই জাতির কারিগর। আপনাদের প্রতি আমার গভীর শ্রদ্ধা। পরিশেষে তিনি আরো বলেন "ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল, সুস্থ দেহে সবল মন"।











রিলাক্স মিডিয়া/মো সৌরব


ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading