সমাজ থেকে মাদক নির্মূল করতে দীর্ঘদিন ধরে পুলিশ, র্যাব, বিজিপি, সেনাবাহিনী, ডিবি সহ বিভিন্ন প্রশাসনের লোকজন আটক করলেও কিছুতেই বন্ধ হচ্ছেনা মাদক সিন্ডিকেট। জানাযায়, গোপন সংবাদ ভিত্তিতে শুক্রবার রাত ১টা থেকে ৫টা ৩০ মিনিট পর্যন্ত বিশেষ অভিযান বিএ- ১১৪৯৭ ক্যাপ্টেন সামিউল আযীম ৬ বীর নেতৃত্বে (বানিয়াচং উপজেলা পরিষদ ৬ বীর আর্মি ক্যাম্প) থেকে হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার ৫নং শিপপাশা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের শিপপাশা গ্রামে ও পাঠানটুলা গ্রামে অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবা কুখ্যাত ব্যবসায়ী ডিলার মোঃ আরজু মিয়া সহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে।
কিন্তু একজন ইয়াবা'র ডিলার পালিয়ে যায়। সে এলাকার যুব সমাজ ধ্বংসের অন্যতম কারণ ছিল। তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা, ৫৫০ গ্রাম গাজাঁ, ৫টি কলকি, ২পিস ফুয়েল পেপার, ৩টি চাকু ও ৫টি কেচি উদ্ধার করা হয়েছে।
আটকৃতরা হলো, হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ থানার ৫নং শিপপাশা ইউনিয়নের শিপপাশা গ্রামের মো: আব্দুল নুর মিয়া'র পুত্র মো: আরজু মিয়া (৪৮) ও বানিয়াচং থানার ২নং উত্তর পশ্চিম ইউনিয়নের পাঠানতুলা গ্রামের নুরুল ইসলামের পুত্র মো: জুয়েল মিয়া। গ্রেফতারকৃত আসামীদেরকে হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ থানায় ডিউটি আফিসার এস,আই কৃষ্ণের নিকট হস্তান্তর করা হয়েছে।
রিলাক্স মিডিয়া/বুলবুল আহমেদ
Comments: