০৩ অক্টোবর ২০২৫ | ১৭ আশ্বিন ১৪৩২
বাংলাদেশ
সেনাবাহিনীর বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজা সহ ৫ জন গ্রেফতার

image

রণ নেশা ইয়াবা ট্যাবলেট ও গাঁজা সহ পাঁচজনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। জানাযায়, গতকাল (১১ আগস্ট) সোমবার রাত সাড়ে ৯টার থেকে ও মধ্যরাত দেড়টা পর্যন্ত ক্যাপ্টেন সামিউল আযীম গোপন তথ্যের ভিত্তিতে ৬ বীর এর নেতৃত্বে (বানিয়াচং উপজেলা পরিষদ ৬ বীর আর্মি ক্যাম্প) হবিগঞ্জ জেলা বানিয়াচং উপজেলা ২নং উত্তর পশ্চিম ও ৩নং উত্তর পূর্ব বানিয়াচং ইউনিয়নের জাতি কর্ণপাড়া গ্রাম ও আমির হানি গ্রামে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মরণ নেশা ইয়ারা ট্যাবলেট ও গাজাঁ সব ৫ জন ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।


এসব মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে যে কেউই প্রতিবাদ করতে চান উল্টো ঐ সকল প্রতিবাদকারীদের প্রাণনাশের হত্যার হুমকি দিয়ে নিস্তব্ধ করে রাখার খবর পাওয়া যায়। অনেকেই মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করতে চাইলে বা করলে মাদক কারবারি সন্ত্রাসীদের নানান কর্মকান্ডে অনেকেই জীবনের মায়ায় নিরবে পিছু হটতে হয়। এই মরণ নেশা ইয়াবা ট্যাবলেট ও গাঁজা সেবন করে চুরি- ডাকাতি সহ বিভিন্ন অপকর্মের সাথে যুব জড়িয়ে পড়ায় দিনদিন যুব সমাজ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। এরই দ্বারাবাহিকতায় গতকাল গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী মাদক সহ তাদেরকে গ্রেফতার করে থানায় হস্তান্তর করেন।


আটককৃতরা মাদক ক্রয়- বিক্রয়, মাদক সেবন সহ নারী ব্যবসার সাথে সরাসরি জড়িত ছিল বলেও অহরহ অভিযোগ রয়েছে। আটক ও জব্দকৃত মালামাল হলো, ৭৯ পিস ইয়াবা ট্যাবলেট, ৩টি ইয়াবা কন্ট্রোলার, ৮শ গ্রাম গাঁজা, ৪টি কলকি, ৪ পিস ফুয়েল পেপার, ৪টি মোবাইল ফোন, ১টি দেশী দা ও ১টি চাকু পাওয়া গেছে। আটককৃতরা হলো, হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার ৩নং উত্তর পাড়া ইউনিয়নের জাতি কর্ণপাড়া গ্রামের মো: হাবিবুর রহমানের পুত্র মোঃ সোহাগ মিয়া (২৮), একই থানার ২নং উত্তর পশ্চিম ইউনিয়নের পাঠানতুলা গ্রামের নুরুল ইসলামের পুত্র মো: জুয়েল মিয়া, জামির হোসানর পুত্র শান্ত শাহিন, ইউনুস আলীর পুত্র মো: আফজাল মিয়া (৪০), গরিব হোসেন মহল্লাহ গ্রামের মৃত আব্দুল হাইয়ের পুত্র মোঃ সাজ্জাত মিয়া (৪৫)।

উদ্ধারকৃত মালামাল সহ আটককৃত আসামিদের হবিগঞ্জের বানিয়াচং থানার ডিউটি অফিসার এস,আই জিয়া'র নিকট হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে বানিয়াচং থানার ডিউটি অফিসার এস,আই জিয়া'র সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত মাদক ব্যবসায়ীদেরকে আজ হবিগঞ্জ আদালতে তুলা হবে।










রিলাক্স মিডিয়া/বুলবুল আহমেদ

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading