০৯ সেপ্টেম্বর ২০২৫ | ২৪ ভাদ্র ১৪৩২
বাংলাদেশ
সিলেটের সুরমা নদীতে নৌকাডুবি, নিখোঁজ বৃদ্ধ মাঝি ধলাই মিয়া

image

কানাইঘাটের ঝিঙ্গাবাড়ি ঘাটে মঙ্গলবার দুপুরের মর্মান্তিক এই ঘটনায় ফায়ার সার্ভিসের ডুবুরিরা উদ্ধার অভিযান চালালেও এখনও কোনো সন্ধান মেলেনি। সিলেটের কানাইঘাট উপজেলার সুরমা নদীতে একটি ডিঙি নৌকা ডুবে ফালজুর গ্রামের ৬৫ বছর বয়সী মাঝি ধলাই মিয়া নিখোঁজ হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে ঝিঙ্গাবাড়ি ঘাট এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা চালালেও ব্যর্থ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তবে, মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ এই বৃদ্ধকে খুঁজে পাওয়া যায়নি। উদ্ধার অভিযান চলছে বলে পুলিশ সূত্রে নিশ্চিত করা হয়েছে।

স্থানীয় সাক্ষীদের বরাতে জানা গেছে, ধলাই মিয়া ছোট একটি ডিঙি নৌকা নিয়ে সুরমা নদী পার হচ্ছিলেন। হঠাৎ নদীর মাঝামাঝি নৌকাটি অস্থির হয়ে ওলটেপালটে হয়ে যায় এবং তিনি পানিতে তলিয়ে যান। তার চিৎকার শুনে আশপাশের নৌকা ও ঘাটের লোকজন এগিয়ে এলেও তীব্র স্রোতের কারণে তাকে উদ্ধার করতে পারেনি। কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আউয়াল এই ঘটনার প্রাথমিক তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, “ছোট একটি নৌকা নিয়ে ওই বৃদ্ধ নদী পার হওয়ার সময় হঠাৎ উল্টে গেলে তিনি নিখোঁজ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করেছে। এখন পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।”

সুরমা নদীর এই অংশে নৌকা দুর্ঘটনা নতুন নয়। প্রায়শই ছোট নৌকা নিয়ে নদী পারাপারের সময় দুর্ঘটনা ঘটে। নিরাপদ নৌযান ও জীবনরক্ষাকারী জ্যাকেট ব্যবহার না করাই। ধলাই মিয়ার পরিবারের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত থেকে উদ্ধারকারী দলের সঙ্গে করছেন। স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসের রাতারাতি উদ্ধার অভিযান চালাচ্ছে।










অনলাইন ডেস্ক

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading