০৩ অক্টোবর ২০২৫ | ১৭ আশ্বিন ১৪৩২
বাংলাদেশ
সিলেটে অবৈধ ব্যাটারিচালিত রিকশা-অটোরিকশার বিরুদ্ধে কঠোর অভিযান, চার্জিং স্টেশন থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

image

সিলেট নগরীতে শৃঙ্খলা ফেরাতে ও নিরাপদ সড়ক নিশ্চিত করতে অবৈধ ব্যাটারিচালিত রিকশা ও অটোরিকশার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে প্রশাসন। অভিযানে চার্জিং স্টেশনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, বৈদ্যুতিক মিটার জব্দ; নগরীর প্রধান সড়কগুলোতে কমেছে যানজট।

সিলেট নগরীতে অবৈধ ব্যাটারিচালিত রিকশা ও অটোরিকশার (টমটম) চলাচল বন্ধে প্রশাসন ব্যাপক অভিযান শুরু করেছে। বুধবার সকাল থেকে নগরীর বিভিন্ন এলাকায় এসব রিকশার চার্জিং পয়েন্টগুলোতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এসময় বেশ কয়েকটি চার্জিং সেন্টারের বৈদ্যুতিক মিটারও খুলে নেওয়া হয়।

প্রশাসন সূত্র জানিয়েছে, পুলিশের ধরপাকড় শিথিল হওয়ায় গত এক বছরে সিলেটের সড়কে ব্যাটারিচালিত রিকশার সংখ্যা ব্যাপকভাবে বেড়ে যায়। আগে যেসব রিকশা শুধু পাড়া-মহল্লার ভেতরে সীমাবদ্ধ ছিল, সেগুলোও রাজপথে নামতে শুরু করে। এর ফলে নগরীর প্রধান সড়কগুলোতে সকাল থেকে রাত পর্যন্ত ভয়াবহ যানজট সৃষ্টি হচ্ছিল। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) গত সোমবার থেকে অভিযান শুরু করে। টানা তিন দিনের অভিযানে সড়ক থেকে উধাও হয়েছে অবৈধ রিকশা।

বুধবার থেকে পুলিশ ও র‌্যাব যৌথভাবে নগরীর চার্জিং স্টেশনগুলোতে অভিযান চালায়। এ সময় অন্তত ৩৮টি চার্জিং সেন্টারের মিটার জব্দ ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এসএমপি কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী জানান, বিদ্যুৎ বিভাগের দেওয়া তালিকা অনুযায়ী চার্জিং স্টেশনগুলোতে অভিযান পরিচালিত হচ্ছে। যদি কোথাও অতিরিক্ত সংযোগ পাওয়া যায়, সেগুলোও বিচ্ছিন্ন করা হবে।

সিলেট প্রশাসনের এ কঠোর পদক্ষেপে ইতোমধ্যেই নগরীর প্রধান সড়কগুলোতে শৃঙ্খলা ফেরতে শুরু করেছে। যানজটও উল্লেখযোগ্যভাবে কমেছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এ অভিযান অব্যাহত থাকবে যতদিন পর্যন্ত অবৈধ ব্যাটারিচালিত রিকশা ও অটোরিকশার চলাচল সম্পূর্ণ বন্ধ না হয়।














সূত্র: বাংলাদেশ প্রতিদিন

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading