২৭ জুলাই ২০২৫ | ১২ শ্রাবণ ১৪৩২
বিশ্ব
যৌন নির্যাতনের অভিযোগে স্কুইড গেম তারকা ও ইয়েং-সুকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

image

স্কুইড গেমে ‘ও হিল নাম’ চরিত্রে অভিনয় করে আলোচিত হওয়া কোরিয়ান অভিনেতা ও ইয়ং-সুকে যৌন হয়রানির অভিযোগে এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। ২০১৭ সালের দুটি ঘটনায় এক নারীকে জোরপূর্বক জড়িয়ে ধরা ও চুমু খাওয়ার অভিযোগে অভিযুক্ত হন ৮০ বছর বয়সী এই অভিনেতা। যদিও তিনি সবসময় নিজেকে নির্দোষ দাবি করে আসছেন।

নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ Squid Game-এ ‘ও হিল নাম’ চরিত্রে অভিনয় করে বিশ্বব্যাপী খ্যাতি পাওয়া ও ইয়ং-সুর বিরুদ্ধে ২০১৭ সালে এক নারীকে দুইবার জোর করে স্পর্শ করার অভিযোগ ওঠে। বিচার চলাকালীন তিনি বরাবরই অভিযোগ অস্বীকার করে এসেছেন। প্রথমে তাকে আট মাসের কারাদণ্ড দিয়ে দুই বছরের জন্য স্থগিত রাখা হলেও, আপিলের শুনানিতে বিচারকরা এক বছরের সরাসরি কারাদণ্ডের রায় দেন। চূড়ান্ত রায় ঘোষণা হবে আগামী ৩ জুন।

প্রসিকিউশন দাবি করে, ও ইয়ং-সু একজন দুর্বল জুনিয়র সহ-শিল্পীকে হয়রানি করেছেন এবং তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণে নিরবিচারে একই বক্তব্য দিয়ে যাচ্ছেন, যা অভিযোগের বিশ্বাসযোগ্যতা বাড়ায়। প্রসিকিউশন জানায়, অভিযুক্ত অভিনেতা বলেছিলেন, “আমি একজন পিতার হৃদয় থেকে এটা করেছি”, যা তাদের মতে অনুশোচনার ঘাটতি প্রমাণ করে।

ও ইয়ং-সুর আইনজীবীরা দাবি করেছেন, অভিযোগকারীর বক্তব্যই একমাত্র প্রমাণ এবং সেটিতে ধারাবাহিকতার অভাব রয়েছে। তারা বলেন, স্কুইড গেমের জনপ্রিয়তা বিবেচনায় অভিনেতা শুধুমাত্র বিতর্ক এড়ানোর জন্য আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দিয়েছিলেন। আদালতে ও ইয়ং-সু বলেন, “যদি আমার আচরণ ভুল হয়ে থাকে, আমি তার পরিণতি মেনে নেব। তবে এখনো মনে করি না যে আমি কোনো অপরাধ করেছি।” তিনি আরও বলেন, “আমার ৮০ বছরের জীবন এক মুহূর্তে ভেঙে পড়েছে। আমি শুধু আমার জায়গায় ফিরে যেতে চাই।”

ও ইয়ং-সুর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ নিয়ে আদালতের রায় বিশ্ব বিনোদন অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। অভিনেতার আইনজীবীরা যদিও চূড়ান্ত রায়কে চ্যালেঞ্জ করার প্রস্তুতি নিচ্ছেন, তবে এই ঘটনায় তার দীর্ঘ অভিনয়জীবনের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেই মনে করছেন বিশ্লেষকরা।





অনলাইন ডেস্ক

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading