২৭ জুলাই ২০২৫ | ১২ শ্রাবণ ১৪৩২
বিশ্ব
বাংলাদেশসহ ১৪ দেশের জন্য সৌদি ভিসা নিষেধাজ্ঞা

image

হজ মৌসুমে অবৈধ যাত্রী ও জনসমাগম রোধে বড় পদক্ষেপ নিল সৌদি সরকার। বাংলাদেশসহ ১৪টি দেশের নাগরিকদের জন্য অস্থায়ী ভিসা নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি আরব।

সৌদি আরব বাংলাদেশসহ ১৪টি দেশের নাগরিকদের জন্য অস্থায়ীভাবে ভিসা প্রদান বন্ধ রেখেছে। হজ মৌসুমে অননুমোদিত অংশগ্রহণকারী ও অবৈধ ভ্রমণকারীদের রোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই নিষেধাজ্ঞা বিশেষভাবে তাদের লক্ষ্য করে যারা একাধিক এন্ট্রি ভিসা ব্যবহার করে দেশে প্রবেশ করে অবৈধভাবে হজ পালন করেন, যা জনসমাগম ও নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি করে।

আক্রান্ত দেশগুলোর মধ্যে রয়েছে: পাকিস্তান, ভারত, বাংলাদেশ, মিসর, ইন্দোনেশিয়া, ইরাক, নাইজেরিয়া, জর্ডান, আলজেরিয়া, সুদান, ইথিওপিয়া, তিউনিসিয়া ও ইয়েমেন।

তবে যাদের বৈধ উমরাহ ভিসা রয়েছে, তারা ১৩ এপ্রিল পর্যন্ত সৌদি আরবে প্রবেশ করতে পারবেন। নিষেধাজ্ঞার আরেকটি বড় কারণ হলো অবৈধ কর্মসংস্থান। অনেকেই ব্যবসা বা ফ্যামিলি ভিসা ব্যবহার করে দেশটিতে গিয়ে চাকরিতে নিযুক্ত হন, যা ভিসা নীতিমালার পরিপন্থী এবং শ্রমবাজারে ব্যাঘাত সৃষ্টি করে।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হজ মৌসুমে যাত্রী নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নের জন্যই এই পদক্ষেপ। যারা এই নিয়ম অমান্য করে সৌদি আরবে অবস্থান করবেন, তাদের ভবিষ্যতে পাঁচ বছর পর্যন্ত নিষেধাজ্ঞার সম্মুখীন হতে হতে পারে।

নিয়মিত ভিসা কার্যক্রম আগামী জুনের মাঝামাঝি সময়ে পুনরায় চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। ততদিন পর্যন্ত সৌদি আরবের হজ ও ভ্রমণ সংক্রান্ত ডিজিটাল নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে। উল্লেখযোগ্যভাবে, হজ মৌসুমকে কেন্দ্র করে সৌদি কর্তৃপক্ষ ১৬টি ভাষায় একটি ডিজিটাল গাইড চালু করেছে যাতে ভ্রমণকারীরা আরও সহজে তথ্য পেতে পারেন।





অনলাইন ডেস্ক

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading