গাজার নাসের হাসপাতালের পাশে সাংবাদিকদের অস্থায়ী তাঁবুতে ইসরায়েলের বোমা হামলায় নিহত হলেন সাংবাদিক আহমেদ মনসুর।
সোমবার (৭ এপ্রিল) ভোরে গাজার নাসের হাসপাতালের পাশে স্থাপিত সাংবাদিকদের অস্থায়ী তাঁবুতে ইসরায়েলি বাহিনীর হামলায় গুরুতর দগ্ধ হন ফিলিস্তিনি সাংবাদিক আহমেদ মনসুর। আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে পরে তিনি মারা যান।
মঙ্গলবার (৮ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
এই হামলায় আরও দুজন নিহত হয়েছেন—হেলমি আল-ফাকাভি এবং ইউসুফ আল-খাজানদার। তাদের মধ্যে হেলমি আল-ফাকাভি ছিলেন ‘প্যালেস্টাইন টুডে’ টিভির একজন সাংবাদিক।
আল জাজিরা আরও জানিয়েছে, গাজায় চলমান সংঘাতে এ পর্যন্ত ২০০ জনেরও বেশি সাংবাদিক ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন।
ফিলিস্তিনি চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, সোমবার ভোর থেকে ইসরায়েলি বাহিনীর টানা হামলায় নতুন করে অন্তত ৬০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
এর মধ্যে দেইর এল-বালাহ এলাকায় একটি বসতবাড়িতে বোমা হামলায় মারা গেছেন নয়জন। অন্যদিকে, নাসের হাসপাতালের পাশে স্থাপিত সাংবাদিকদের তাঁবুতে হামলায় নিহত হয়েছেন তিনজন।
গাজার মানবিক বিপর্যয়ের মধ্যেও সাংবাদিকেরা তথ্য তুলে ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাদের ওপর এমন হামলা সংবাদ স্বাধীনতা ও মানবাধিকারের চরম লঙ্ঘন। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং এসব হামলার যথাযথ তদন্ত দাবি করা।
অনলাইন ডেস্ক
Comments: