০২ অক্টোবর ২০২৫ | ১৭ আশ্বিন ১৪৩২
শিক্ষা
উত্তরায় বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় বেরোবি উপাচার্যের শোক প্রকাশ

image

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী।

সোমবার (২১ জুলাই) এক শোকবার্তায় উপাচার্য বলেন, “এই মর্মান্তিক দুর্ঘটনায় কোমলমতি শিক্ষার্থীদের প্রাণহানিতে আমরা গভীরভাবে শোকাহত। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী, অভিভাবক এবং বিমান বাহিনীর সদস্যসহ সংশ্লিষ্ট সকলের যে ক্ষতি হয়েছে, তা অপূরণীয়। এই হৃদয়বিদারক ঘটনায় সমগ্র জাতি আজ শোকস্তব্ধ।”

তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান। সেই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।

উক্ত দুর্ঘটনায় সারাদেশের মতো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়েও শোকের ছায়া নেমে এসেছে। মঙ্গলবার (২২ জুলাই) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে এবং কেন্দ্রীয় মসজিদে বাদ জোহর নিহতদের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে।







বেরোবি প্রতিনিধি : ইবতেশাম রহমান সায়নাভ

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading