বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উত্তরবঙ্গের প্রতি দীর্ঘদিনের বাজেট বৈষম্যের প্রতিবাদে দুই দফা দাবি ঘোষণা করেছেন।
১) উত্তরবঙ্গের বাজেট বৈষম্য নিরসন ও সার্বিক উন্নয়নের লক্ষ্যে—শিক্ষা, স্বাস্থ্য, কৃষি এবং অবকাঠামোগত খাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে একটি স্বতন্ত্র আঞ্চলিক কমিটি গঠন করতে হবে।
২) বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে একটি স্বায়ত্তশাসিত ও পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে রূপান্তর করতে হবে।
এছাড়াও, দাবিসমূহ মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলনরত শিক্ষার্থীরা সব ধরনের ক্লাস-পরীক্ষা বর্জন এবং উত্তরবঙ্গজুড়ে সার্বিকভাবে ব্লকেড ও অসহযোগ আন্দোলন চালিয়ে যাওয়ার আল্টিমেটাম দিয়েছেন।
তারা বলেন উত্তরবঙ্গ বরাবরই বাজেট বৈষম্য শিকার দেশে প্রতিবছরই বিভিন্ন খাতে বাজে প্রণয়ন করা হয়। দেশের বিভিন্ন স্থানে বড় বড় বাজেট প্রণয়ন করা হলেও উত্তরবঙ্গে বড় ধরনের কোন বাজেট প্রণয়ন করা হয় না। সকাল থেকে রংপুরের প্রাণকেন্দ্র মর্ডান রোড ব্লকের ডাউন ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা
মো:সাকিব এনামুল
Comments: