উত্তরায় যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় স্থগিত হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুটি দিনের পরীক্ষা। জাতীয় বিশ্ববিদ্যালয় ২৩ ও ২৪ জুলাইয়ের সকল পরীক্ষা স্থগিত করেছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (২৩ জুলাই) ও বৃহস্পতিবার (২৪ জুলাই) তারিখে অনুষ্ঠিতব্য সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে। এই সিদ্ধান্তের পেছনে মূল কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা। এতে শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের জান-মালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রশাসনের ব্যাখ্যা।
বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পরবর্তীতে স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা করা হবে। তবে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অন্য সব পরীক্ষার তারিখ ও সময় অপরিবর্তিত থাকবে।
এই দুর্ঘটনাজনিত সিদ্ধান্ত শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক নিরাপত্তা বিবেচনা করে নেওয়া হয়েছে বলে জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরবর্তী সময়সূচির জন্য শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে নিয়মিত চোখ রাখার অনুরোধ জানানো হয়েছে।
অনলাইন ডেস্ক
Comments: