০১ নভেম্বর ২০২৫ | ১৭ কার্তিক ১৪৩২
শিক্ষা
এসএসসি খাতা চ্যালেঞ্জের ফল আজ, যেভাবে দেখবেন

image

আজ প্রকাশিত হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষার খাতা চ্যালেঞ্জের ফলাফল। সকাল ১০টায় অনলাইনে ও এসএমএসের মাধ্যমে ফলাফল জানা যাবে।

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফলাফল আজ রোববার (১০ আগস্ট) সকাল ১০টায় প্রকাশ করা হবে। বৃহস্পতিবার (৭ আগস্ট) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এবার এসএসসি পরীক্ষায় পাসের হার গত ১৬ বছরের মধ্যে সর্বনিম্ন। জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যাও কমে গেছে। ফলে বিপুল সংখ্যক শিক্ষার্থী খাতা পুনঃনিরীক্ষণের আবেদন করেছেন। শুধু ঢাকা বোর্ডেই ২ লাখ ২৩ হাজার ৬৬৪টি খাতা চ্যালেঞ্জ করা হয়েছে।

ফলাফল দেখতে শিক্ষার্থীদের মোবাইলে মেসেজে SSC [বোর্ডের প্রথম ৩ অক্ষর] [রোল নম্বর] [বছর] লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। উদাহরণ: SSC Dha 123456 2024 পাঠিয়ে দিলেই ফিরতি মেসেজে ফলাফল পাওয়া যাবে।

মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীদের ফলাফল জানার জন্য প্রি-রেজিস্ট্রেশন করতে হবে। এর জন্য Dakhil [বোর্ডের প্রথম ৩ অক্ষর] [রোল নম্বর] [বছর] লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। ফলাফল প্রকাশের সঙ্গে সঙ্গেই প্রি-রেজিস্ট্রেশনকৃত নম্বরে ফলাফল পৌঁছে যাবে।

কারিগরি বোর্ডের ফলাফল জানতে SSC Tec [রোল নম্বর] [বছর] টাইপ করে 16222 নম্বরে পাঠাতে হবে।

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল নিয়ে অসন্তুষ্ট শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুনঃনিরীক্ষণের মাধ্যমে অনেক শিক্ষার্থীর ফল পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলাফল জানার জন্য বোর্ডের নির্ধারিত এসএমএস পদ্ধতি অনুসরণ করলেই তাৎক্ষণিকভাবে তথ্য পাওয়া যাবে।













অনলাইন ডেস্ক

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading