০২ অক্টোবর ২০২৫ | ১৭ আশ্বিন ১৪৩২
শিক্ষা
৩০ জুলাই থেকে একাদশ শ্রেণির ভর্তি শুরু, জুলাই আন্দোলনকারীদের কোটা নেই

image

২০২৫ সালের একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে ৩০ জুলাই থেকে। এ বছর থাকবে না জুলাই আন্দোলনকারীদের জন্য কোনো কোটা। তবে মুক্তিযোদ্ধা ও শিক্ষা মন্ত্রণালয়ের অধীন কর্মচারীদের সন্তানদের জন্য কোটা থাকবে। শিক্ষা মন্ত্রণালয়ের ঘোষিত নীতিমালার মাধ্যমে একাদশ শ্রেণিতে ভর্তির সময়সূচি, কোটা সংরক্ষণ ও আবেদন পদ্ধতির বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে।

২০২৫ সালের একাদশ শ্রেণিতে ভর্তির কার্যক্রম আগামী ৩০ জুলাই থেকে শুরু হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তিন ধাপে অনলাইনে আবেদন গ্রহণ করা হবে।

প্রথম ধাপ: ৩০ জুলাই থেকে ১১ আগস্ট পর্যন্ত আবেদন গ্রহণ

ফল প্রকাশ: ২০ আগস্ট রাত ৮টা

ক্লাস শুরু: ১৫ সেপ্টেম্বর

কোটা নীতিমালা অনুযায়ী:

মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য থাকবে ৫% কোটা

শিক্ষা মন্ত্রণালয় ও অধীনস্থ দপ্তরের কর্মচারীদের সন্তানদের জন্য থাকবে ২% কোটা

জুলাই আন্দোলনকারীদের জন্য কোনো কোটা থাকবে না

নীতিমালাটি প্রকাশ করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ-১ শাখার উপসচিব মো. আব্দুল কুদ্দুস।

নীতিমালায় আরও বলা হয়, প্রতিটি ধাপে আবেদনকারীকে নির্ধারিত সময়ে নিশ্চায়ন করতে হবে। দ্বিতীয় ও তৃতীয় ধাপে আবেদন ও ফল প্রকাশের সময়সূচি পরে জানানো হবে। ভর্তির পুরো প্রক্রিয়া সম্পন্ন হবে অনলাইনের মাধ্যমে।

এছাড়া ভর্তির সময় সার্বিক সহযোগিতার জন্য একটি জাতীয় হেল্পলাইন চালু রাখা হবে এবং প্রতিটি কলেজে আলাদা করে হেল্প ডেস্ক খোলা থাকবে।

এবারের একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রমে সময়মতো আবেদন ও নিশ্চায়নের গুরুত্ব অপরিসীম। অভিভাবক ও শিক্ষার্থীদের নিয়মিত শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে তথ্য অনুসরণ করার পরামর্শ দেওয়া হচ্ছে।









অনলাইন ডেস্ক

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading