০২ অক্টোবর ২০২৫ | ১৭ আশ্বিন ১৪৩২
প্রযুক্তি
প্রচণ্ড চাহিদায় আইফোন ১৭ বেসিক মডেলের উৎপাদন বাড়ালো অ্যাপল

image

বিশ্ববাজারে দারুণ সাড়া ফেলেছে অ্যাপলের নতুন আইফোন ১৭। প্রি-অর্ডারের চাপ সামলাতে বেসিক মডেলের উৎপাদন ৩০ শতাংশ বাড়ানোর নির্দেশ দিয়েছে প্রতিষ্ঠানটি।

অ্যাপলের নতুন স্মার্টফোন আইফোন ১৭ বিশ্ববাজারে ব্যাপক সাড়া ফেলেছে। শক্তিশালী প্রি-অর্ডারের কারণে বেসিক মডেলের উৎপাদন অন্তত ৩০ শতাংশ বাড়ানোর নির্দেশ দিয়েছে অ্যাপল। শনিবার (২০ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে দ্য ইনফরমেশনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, প্রত্যাশার চেয়ে বেশি গ্রাহক ৭৯৯ ডলারের বেসিক আইফোন ১৭ বেছে নিচ্ছেন। প্রিমিয়াম প্রো মডেলের পরিবর্তে তুলনামূলক সাশ্রয়ী বেসিক সংস্করণ ক্রয়ে আগ্রহী হচ্ছেন অনেকে। এ অবস্থায় উৎপাদনকারী প্রতিষ্ঠান চীনের লাক্সশেয়ারকে প্রতিদিনের উৎপাদন প্রায় ৪০ শতাংশ বাড়াতে বলা হয়েছে।

তবে অ্যাপল এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। বিশ্লেষকরা মনে করছেন, নতুন লাইনআপে যুক্ত হওয়া পাতলা মডেল ‘আইফোন এয়ার’ বিক্রির গতি আরও বাড়াবে। গত কয়েক বছর ধরে স্মার্টফোন বিক্রি স্থবির ছিল। বড় কোনো আপডেট না থাকায় গ্রাহকরা আপগ্রেডে আগ্রহ হারাচ্ছিলেন। তবে নতুন এন্ট্রি-লেভেল আইফোন ১৭-তে এমন কিছু স্ক্রিন ও ক্যামেরা আপগ্রেড যুক্ত হয়েছে, যা আগে কেবল প্রো মডেলেই পাওয়া যেত। ফলে বেসিক ও প্রো মডেলের মধ্যে পার্থক্য অনেকটাই কমে এসেছে। অ্যাপল সাধারণত গ্রাহকদের উচ্চমূল্যের ডিভাইসের দিকে আকৃষ্ট করতে চাইলেও, মূল্য সংবেদনশীল বাজারের কারণে এবার কৌশল বদলাতে বাধ্য হয়েছে। এতে প্রশ্ন উঠছে—শুধু প্রিমিয়াম আপগ্রেডের ওপর নির্ভর করে অ্যাপল কতটুকু ব্যবসায়িক প্রবৃদ্ধি ধরে রাখতে পারবে।

বিশ্বব্যাপী গ্রাহকদের বিপুল আগ্রহে আইফোন ১৭ বেসিক মডেল উৎপাদন বাড়াতে বাধ্য হয়েছে অ্যাপল। নতুন ফিচার ও আপগ্রেডের কারণে এন্ট্রি-লেভেল মডেলের জনপ্রিয়তা দ্রুত বাড়ছে, যা কোম্পানির কৌশলে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।













অনলাইন ডেস্ক

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading