দেশে বাণিজ্যিকভাবে রবি ৫জি চালুর পর এবার গ্রামীণফোন প্রতিটি বিভাগীয় শহরে আনুষ্ঠানিকভাবে চালু করল ৫জি সেবা। সোমবার বিকেলে গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান অফিসিয়াল ভিডিও বার্তায় এ ঘোষণা দেন।
রবি দেশে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে ৫জি সেবা চালুর ঘোষণা দেওয়ার পরপরই এবার গ্রামীণফোন (জিপি) প্রতিটি বিভাগীয় শহরে ৫জি সেবা চালু করেছে। সোমবার (১ সেপ্টেম্বর) বিকেল ৩টা ৪০ মিনিটে গ্রামীণফোনের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিও বার্তায় কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান এ তথ্য জানান।
ভিডিও বার্তায় তিনি বলেন, “গ্রামীণফোন সবসময় নতুন উদ্ভাবনী শক্তি নিয়ে গ্রাহকের কাছে হাজির হয়। গ্রামীণফোনের নাম্বার ওয়ান নেটওয়ার্ক থেকে আজ ৫জি সেবা চালু করা হয়েছে, যা দেশের প্রতিটি বিভাগীয় শহরে পাওয়া যাবে।”
এর আগে দুপুর ২টার দিকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের নির্বাচিত এলাকায় ৫জি সেবা চালু করে রবি। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, “দেশে প্রথম বাণিজ্যিকভাবে ফাইভজি সেবা চালু করেছে রবি। প্রাথমিকভাবে নির্দিষ্ট এলাকায় এই সেবা পাওয়া যাবে।” এছাড়া তিনি জানান, গ্রাহকরা ফোরজির মূল্যে ফাইভজি ডাটা প্যাক ব্যবহার করতে পারবেন। তবে মানসম্মত সেবা নিশ্চিত করাই এখন বড় চ্যালেঞ্জ।
রবি ও গ্রামীণফোনের হাত ধরে দেশে বাণিজ্যিকভাবে ৫জি যুগের সূচনা হলো। এখন প্রযুক্তির এই নতুন অধ্যায় কতটা মানসম্মত সেবা দিতে পারে, তা-ই দেখার বিষয়।
অনলাইন ডেস্ক
Comments: