০২ অক্টোবর ২০২৫ | ১৭ আশ্বিন ১৪৩২
অন্যান্য
বরগুনা বেতাগীর কবি মোঃ ফেরদৌসের কলমে ফুটে উঠল ভালবাসার মায়া

image

যুবক কবির কলমে প্রেম, মায়া আর হৃদয়ের ব্যাকুলতার সুর

ভালবাসা মানুষের জীবনের সবচেয়ে আবেগঘন অনুভূতি। সেই অনুভূতিরই অনন্য প্রকাশ ঘটিয়েছেন বরগুনা'র বেতাগী উপজেলার পালকান্দা'র যুবক কবি মোঃ ফেরদৌস তাঁর নতুন কবিতা “ভালবাসা”-য়। কবিতায় প্রেমের টান, মায়া, রূপের আকর্ষণ আর দিশেহারা হৃদয়ের আকুলতা ধরা দিয়েছে অনবদ্য ভঙ্গিতে।

কবিতা: ভালবাসা

দেখি যদি তোমার মুখ
ভুলে যাই সব দুখ।
কত মায়া তোমার ওই দৃষ্টিতে,
একনজর চাইলে আমার দিকে।

ছুটে যেতে চাই যেন আমি
তোমারি কাছে।
কেন আমার মনটা নিতে চাও কেড়ে
তোমারে রূপের জালে ফেলে?

দিয়েছো আমায় দিশেহারা করে,
তোমার জন্য মনটা আমার ব্যাকুল করে।

প্রথম যেদিন দেখেছিলাম আমি,
আছো তুমি দাঁড়িয়ে।
আমাকে দেখে দেখে চেয়ে আছো
তোমার ঐ মায়াবী চোখে।

কেন আমার মনটা নিতে চাও কেরে?
তোমারি রূপের জালে ফেলে,
দিয়েছো আমায় দিশেহারা করে,
তোমার জন্য এখন
আমার মনটা ব্যাকুল করে।


সাহিত্যপ্রেমীরা বলছেন, মোঃ ফেরদৌসের এই কবিতায় রয়েছে তরুণ হৃদয়ের না বলা কথা, প্রেমের ব্যাকুলতা আর মায়ার মধুর সুর। কবিতাটি পাঠকের মনে অনায়াসেই জায়গা করে নেবে বলে আশা করছেন তারা।




















রিলাক্স মিডিয়া/মো: সৌরব

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading