০১ নভেম্বর ২০২৫ | ১৭ কার্তিক ১৪৩২
যুক্তরাষ্ট্র
নিউইয়র্কে গুলিতে বাংলাদেশি পুলিশ কর্মকর্তা নিহত

image

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বন্দুকধারীর হামলায় নিহত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভুত পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামসহ ৫ জন। হামলাটি দেশজুড়ে নতুন করে বন্দুক সহিংসতা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।

সিলেটের কুলাউড়ার সন্তান দিদারুল নিউইয়র্ক সিটি পুলিশে ছিলেন কর্মরত। তার মৃত্যুতে শোকাহত কমিউনিটি। বন্দুকধারীর পরিচয় শনাক্ত, হামলার কারণ তদন্তাধীন।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এক বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে বাংলাদেশি বংশোদ্ভুত পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামসহ পাঁচজন নিহত হয়েছেন। নিহত দিদারুল ইসলাম (৩৬) নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টে সাড়ে তিন বছর ধরে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি সিলেটের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায়। পুলিশ কমিশনার জেসিকা টিস্ক এক সংবাদ সম্মেলনে জানান, “দিদারুল একজন সত্যিকারের নায়ক। তিনি তার দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণ হারিয়েছেন।” তিনি আরও জানান, দিদারুলের দুটি ছোট ছেলে রয়েছে এবং তার স্ত্রী তৃতীয় সন্তানের অন্তঃসত্ত্বা।

এই মর্মান্তিক ঘটনা ঘটে নিউ ইয়র্কের ম্যানহাটনের একটি বহুতল ভবনে। হামলাকারী শেন তামুরা (লাস ভেগাসের বাসিন্দা) সেখানে ঢুকে নির্বিচারে গুলি চালায়, এতে ঘটনাস্থলেই মারা যান চারজন। পরবর্তীতে বন্দুকধারী আত্মহত্যা করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, হামলাকারী শেন তামুরার ‘মানসিক স্বাস্থ্য সংক্রান্ত রেকর্ড’ ছিল, তবে ঠিক কী কারণে তিনি এই ভবনটিকে লক্ষ্যবস্তু করেছেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস জানিয়েছেন, হামলায় আরেকজন ব্যক্তি গুরুতর আহত হয়েছেন এবং তিনি এখনও আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনাটি যুক্তরাষ্ট্রে চলমান বন্দুক সহিংসতা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে, বিশেষ করে জননিরাপত্তা ও মানসিক স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে।

নিউইয়র্কে বন্দুকধারীর হামলায় বাংলাদেশি পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের মৃত্যু শুধু একটি পরিবার নয়, পুরো প্রবাসী বাংলাদেশি কমিউনিটিকে গভীর শোকে ডুবিয়েছে। এই ঘটনার মাধ্যমে আবারও সামনে এলো যুক্তরাষ্ট্রের বন্দুক নিয়ন্ত্রণ ও মানসিক স্বাস্থ্য সেবার জরুরি প্রয়োজন।






অনলাইন ডেস্ক


ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading