০২ অক্টোবর ২০২৫ | ১৭ আশ্বিন ১৪৩২
যুক্তরাষ্ট্র
‘কট ইন প্রভিডেন্স’ খ্যাত সাবেক বিচারক ফ্র্যাঙ্ক ক্যাপ্রিও মারা গেছেন

image

যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের সাবেক বিচারক ও জনপ্রিয় অনুষ্ঠান কট ইন প্রভিডেন্স খ্যাত ফ্র্যাঙ্ক ক্যাপ্রিও আর নেই। দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই শেষে ৮৮ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি। মানবিক রায় ও সহানুভূতিশীল বিচারক হিসেবে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া ফ্র্যাঙ্ক ক্যাপ্রিওকে কোটি কোটি মানুষ মনে রাখবেন ন্যায়বিচারের প্রতীক হিসেবে।

বুধবার (স্থানীয় সময়) তার অফিশিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে জানানো হয়—‘তিনি দীর্ঘ ও সাহসী লড়াইয়ের পর শান্তিতে চলে গেছেন।’ ফ্র্যাঙ্ক ক্যাপ্রিওর আদালত ছিল এক ভিন্ন ধাঁচের, যেখানে ছোটখাটো অপরাধের বিচারে তিনি প্রায়ই নম্রতা, সহানুভূতি এবং মানবিকতার নজির গড়তেন। তার আদালতে কখনো দেখা যেত দরিদ্র শ্রমিকের পাশে দাঁড়াতে, কখনো আবার শিশুদের বিচারকের আসনে বসিয়ে হাসি-আনন্দে আদালত ভরিয়ে তুলতে। ‘কট ইন প্রভিডেন্স’ অনুষ্ঠান এসব মুহূর্তকে সবার সামনে নিয়ে আসে, যা তাঁকে করে তোলে বিশ্বব্যাপী পরিচিত মুখ। ইউটিউব ও সামাজিক মাধ্যমে তার মানবিক রায়গুলো কোটি কোটি মানুষ উপভোগ করেছেন।

সম্প্রতি হাসপাতালে ভর্তি হওয়ার সময় তিনি ভিডিও বার্তায় ভক্তদের কাছে দোয়া চান। একবার ৩.৮৪ ডলার ঘণ্টা মজুরিতে কাজ করা এক শ্রমিকের ট্রাফিক মামলায় তিনি ন্যায়বিচারের সঙ্গে মানবিকতার সমন্বয় ঘটিয়ে রায় দেন। প্রায় ৪০ বছরেরও বেশি সময় প্রভিডেন্স মিউনিসিপ্যাল কোর্টে দায়িত্ব পালন করেন তিনি। ২০২৩ সালে বিচারকের পদ থেকে অবসর নেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রোড আইল্যান্ডের গভর্নর ড্যান ম্যাকি। পরিবার জানায়, তিনি ছিলেন আদর্শ স্বামী, পিতা, দাদা এবং বন্ধু—যার কোমলতা ও রসবোধ চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।

ফ্র্যাঙ্ক ক্যাপ্রিওর জীবন কেবল একজন বিচারকের নয়, বরং একজন মানবিক মানুষের গল্প। তিনি প্রমাণ করেছেন, আদালত শুধু আইনের জায়গা নয়, হতে পারে সহানুভূতি ও ন্যায়বিচারের মিলনস্থল। তার মৃত্যুতে বিশ্ব হারালো ন্যায়বিচারের এক অনন্য প্রতীক।










অনলাইন ডেস্ক

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading