০১ নভেম্বর ২০২৫ | ১৭ কার্তিক ১৪৩২
যুক্তরাষ্ট্র
মার্কিন সামরিক বিমানে ৩৯ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র

image

যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থানের অভিযোগে বাংলাদেশিদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া অব্যাহত রেখেছে মার্কিন প্রশাসন। শনিবার সকালে মার্কিন সামরিক বিমান সি-১৭-তে করে ৩৯ বাংলাদেশিকে ঢাকায় ফেরত পাঠানো হয়েছে। ফেরত আসাদের ইমিগ্রেশন কার্যক্রম চলছে।

আজ শনিবার (২ আগস্ট) সকাল ৬টা ৪৫ মিনিটে, মার্কিন সামরিক বিমান সি-১৭ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এতে ৩৯ জন বাংলাদেশি ছিলেন, যাদের সবাইকে যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অভিবাসন সংক্রান্ত অভিযোগে ফেরত পাঠানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার ও কল্যাণ অনুবিভাগ গতকাল এক বিবৃতিতে জানিয়েছিল, ৬১ জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হবে। তবে বাস্তবে ফিরেছেন ৩৯ জন। প্রত্যাবাসন প্রক্রিয়ায় আগতদের ইমিগ্রেশন যাচাই এখনো চলমান রয়েছে।

এর আগেও যুক্তরাষ্ট্রের অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ১১৮ জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন থেকে শুরু করে এখন পর্যন্ত অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর নীতিমালা কার্যকর রয়েছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে বাংলাদেশ থেকেও প্রতি মাসে কিছু নাগরিককে ফেরত পাঠানো হচ্ছে।

যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতির ফলে বাংলাদেশি নাগরিকদের পুনঃপ্রেরণ অব্যাহত রয়েছে। এটি অভিবাসন ব্যবস্থাপনায় কঠোরতা এবং আন্তর্জাতিক সম্পর্কের নতুন বাস্তবতা নির্দেশ করে।











সূত্র: যমুনা টিভি

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading