০২ অক্টোবর ২০২৫ | ১৭ আশ্বিন ১৪৩২
স্বাস্থ্য
উত্তরায় বিমান দুর্ঘটনায় আহতদের সহায়তায় ডাক্তার-নার্স ও চিকিৎসা সরঞ্জাম পাঠাচ্ছে ভারত

image

উত্তরার মাইলস্টোন স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসা সহায়তায় ভারত থেকে বিশেষজ্ঞ ডাক্তার, নার্স ও চিকিৎসা সরঞ্জাম পাঠানো হচ্ছে। ঢাকার দিয়াবাড়ীতে ভয়াবহ বিমান দুর্ঘটনার পর, দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আলোচনার ভিত্তিতে ভারত জরুরি চিকিৎসা সহায়তা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।

রাজধানীর দিয়াবাড়ীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় গুরুতর আহতদের চিকিৎসার জন্য ভারত দ্রুত সহায়তার হাত বাড়িয়েছে। দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আলোচনার ভিত্তিতে দিল্লি থেকে আজ (মঙ্গলবার) ঢাকায় এসে পৌঁছানোর কথা রয়েছে দুজন বার্ন ইউনিট বিশেষজ্ঞ চিকিৎসক ও একটি নার্স টিমের।

এছাড়াও, দগ্ধ রোগীদের উন্নত চিকিৎসার জন্য ভারত থেকে অত্যাধুনিক মেডিকেল ইকুইপমেন্টও পাঠানো হচ্ছে।

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি সোমবার দুর্ঘটনার পরপরই বাংলাদেশের পররাষ্ট্র সচিবকে ফোন করে ভারতীয় সহায়তার কথা জানান। এ বিষয়ে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে পোস্ট দিয়ে দুর্ঘটনায় শোক প্রকাশ করে লেখেন, “ভারত বাংলাদেশের পাশে আছে এবং প্রয়োজনীয় সব সহায়তা দিতে প্রস্তুত।”

উত্তরার মর্মান্তিক বিমান দুর্ঘটনার পর প্রতিবেশী দেশ ভারত যে দ্রুত চিকিৎসা সহায়তায় এগিয়ে এসেছে, তা দুই দেশের কূটনৈতিক সম্পর্কের বন্ধুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। দ্রুত সহায়তা দিয়ে আহতদের চিকিৎসায় ভারতে পাঠানো দল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।










অনলাইন ডেস্ক

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading