করোনায় ফের দুশ্চিন্তায় সিলেটবাসী। ২৪ ঘণ্টায় ২৬টি নমুনা পরীক্ষায় ৪ জনের করোনা শনাক্ত, হাসপাতালেই চিকিৎসাধীন ৪ জন
সিলেটে আবারও বাড়ছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। সোমবার (৩০ জুন) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয় থেকে পাঠানো এক প্রতিবেদন সূত্রে এই তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় মোট ২৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪ জনের রিপোর্ট পজিটিভ আসে। এ নিয়ে সিলেট জেলায় করোনা শনাক্তের মোট সংখ্যা দাঁড়ালো ২৪ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে আরও জানানো হয়, করোনা শনাক্ত হওয়া ২৪ জনের মধ্যে বর্তমানে ৪ জন চিকিৎসাধীন রয়েছেন। তারা সবাই শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি আছেন।
করোনা সংক্রমণের সাম্প্রতিক এই ঊর্ধ্বগতিতে স্বাস্থ্য বিভাগ সতর্ক অবস্থানে রয়েছে। এ পর্যন্ত সিলেটে মোট ৩৪৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে বলে জানানো হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, জনগণকে আবারও সচেতন হতে হবে এবং স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে হবে, নইলে সংক্রমণ দ্রুত বাড়তে পারে।
সিলেটে করোনা আক্রান্তের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। নতুন করে শনাক্ত হওয়া ৪ জনসহ মোট আক্রান্ত ২৪ জনে পৌঁছানোয় পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠছে। স্বাস্থ্যবিভাগ ইতোমধ্যে সতর্কতা জারি করেছে। নাগরিকদের যথাযথভাবে মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে।
ডেস্ক রিপোর্ট: রিলাক্স নিউজ ২৪
Comments: