২০২৬ সালের রমজান মাস শুরু হতে পারে ১৭ ফেব্রুয়ারি, এমনটি জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। তবে চাঁদ দেখার কমিটির আনুষ্ঠানিক ঘোষণা ছাড়া সঠিক তারিখ চূড়ান্ত হবে না। মুসলিম বিশ্বের কোটি কোটি মানুষ অপেক্ষায় আছেন পবিত্র রমজান মাসের আগমনের জন্য। এটি এমন একটি সময় যা আল্লাহর প্রতি ভক্তি, পারিবারিক বন্ধন ও সৌহার্দ্য বৃদ্ধির জন্য পরিচিত। মুসলিমরা এই মাসে সদকা, উপবাস এবং সহমর্মিতা বৃদ্ধি করার দিকে বিশেষ গুরুত্ব দেন।
জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী, অধিকাংশ আরব দেশে রমজান শুরু হবে মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬। তবে চাঁদ দেখার ভিত্তিতে চূড়ান্ত তারিখ ঘোষণা করবে প্রতিটি দেশের ধর্মীয় কর্তৃপক্ষ ও চাঁদ দেখা কমিটি। ইসলামী মাসগুলোর হিসাব চাঁদের চলাচলের উপর নির্ভরশীল। নতুন চাঁদ দেখা মাত্রই মাসের শুরু হয়।
সৌর মাসের তুলনায় চাঁদ ভিত্তিক মাস প্রায় ১০–১১ দিন ছোট হওয়ায় রমজান মাস প্রতি বছর গ্রেগরিয়ান ক্যালেন্ডারে পিছিয়ে আসে। ৩৩ বছরের একটি চক্রে, মুসলিমরা রমজানকে বছরের সব ঋতুতে পালন করেন। প্রতিটি দেশের ধর্মীয় কর্তৃপক্ষ নিজস্ব প্রক্রিয়ার মাধ্যমে রমজানের শুরু ঘোষণা করে।
রমজান ২০২৬ মুসলিমদের জন্য আবারও ত্যাগ, ভক্তি ও সহমর্মিতার মাস হিসেবে আসছে। চাঁদ দেখার কমিটির আনুষ্ঠানিক ঘোষণার পর সঠিক তারিখ প্রকাশিত হবে। মুসলিম সম্প্রদায়ের মধ্যে এই মাস উদযাপনের জন্য প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়েছে।
অনলাইন ডেস্ক
Comments: