০২ অক্টোবর ২০২৫ | ১৭ আশ্বিন ১৪৩২
ধর্ম
বাংলাদেশে রবিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি, ৬ সেপ্টেম্বর পালিত হবে ঈদে মিলাদুন্নবী (সা.)

image

বাংলাদেশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। আগামী ২৬ আগস্ট থেকে শুরু হবে রবিউল আউয়াল মাসের গণনা, ৬ সেপ্টেম্বর পালিত হবে ঈদে মিলাদুন্নবী (সা.)।

বাংলাদেশের আকাশে আজ রবিবার (২৪ আগস্ট) ১৪৪৭ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল ২৫ আগস্ট সফর মাস ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী ২৬ আগস্ট থেকে রবিউল আউয়াল মাসের গণনা শুরু হবে। এ অনুযায়ী, আগামী ৬ সেপ্টেম্বর শনিবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব একেএম আফতাব হোসেন প্রামাণিকের সভাপতিত্বে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভাটি অনুষ্ঠিত হয় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে। ইসলামিক ফাউন্ডেশনের সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

সভায় বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্য—বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, ইসলামিক ফাউন্ডেশন, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানসহ জেলা প্রশাসনের তথ্য—পর্যালোচনা করে দেখা যায়, দেশের কোথাও রবিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি। সভায় চাঁদ দেখা সংক্রান্ত নীতিমালা উপস্থাপন করা হলে এ বিষয়ে একটি ১০ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান, প্রধান তথ্য কর্মকর্তা নিজামূল কবীর, অতিরিক্ত সচিব আ. আউয়াল হাওলাদার, মহাকাশ গবেষণা প্রতিষ্ঠানের চেয়ারম্যান ড. মুহাম্মদ শহিদুল ইসলাম, আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মমিনুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধি ও বিশিষ্ট ইসলামি শিক্ষাবিদরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশে রবিউল আউয়ালের চাঁদ না দেখা যাওয়ায় এবার ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে আগামী ৬ সেপ্টেম্বর। ইসলামি বিশ্বের অন্যতম পবিত্র এ দিবস উপলক্ষে দেশব্যাপী বিশেষ দোয়া, মাহফিল এবং ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করা হবে।















অনলাইন ডেস্ক

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading